দেশ ব্রেকিং নিউজ

কোভিড হাসপাতালে আগুন, মৃত ২

করোনাভাইরাসের তাণ্ডবে জর্জরিত মুম্বই। তারই মধ্যে ভয়াবহ আগুন লেগে গেল শহরের এক হাসপাতালে। কোভিড রোগী থাকা হাসপাতালে ওই আগুনের ঘটনায় মৃত্যু হয়েছে দু’‌জনের। নিরাপদে উদ্ধার করা হয়েছে ৭০ জন কোভিড রোগীকে। মধ্যরাতে হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখনও পর্যন্ত পাওয়া খবরে আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুই রোগীর। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ের মলের অন্তর্গত একটি হাসপাতালে। গোটা এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
শহরের একটি মলে ওই হাসপাতালে। সেই ড্রিমস মল সানরাইজ হাসপাতালে বৃহস্পতিবার রাত সাড়ে ১২টা নাগাদ আগুন লাগে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় দমকলের ২২টি ইঞ্জিন। ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের। মলের তিন তলায় রয়েছে হাসপাতালটি। সেখানে থেকেই মলের চারতলা ও একতলা পর্যন্ত ছড়িয়ে পড়ে বলে খবর। রাতভর চলে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ। হিমশিম খেতে হয় দমকলকর্মীদের। সকাল গড়িয়ে গেলেও এখনও উদ্ধারকার্য চলছে বলে খবর।
সংবাদসংস্থা এএনআইকে পুলিশ আধিকারিক প্রশান্ত কদম বলেন, ‘‌এখনও পর্যন্ত দু’জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। লেভেল ৩ অথবা লেভেল ৪–এর আগুন লেগে গিয়েছে। দমকলের ২২ ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে।’‌ ৭০ জন কোভিডরোগীর মধ্যে ৩০ জনকে মুলুন্দের জাম্বো সেন্টার এবং বাকিদের ফর্টিস হাসপাতালে স্থানান্তরিত করা হয়। মুম্বইয়ের মেয়র কিশোরী পেডনেকার বলেন, ‘‌আমি এই প্রথম দেখলাম, কোনও মলের ভিতর হাসপাতাল রয়েছে। এই অগ্নিকাণ্ড খুবই ভয়াবহ ঘটনা। এটা খুবই ভয়াবহ একটা ঘটনা।’‌