জেলা ব্রেকিং নিউজ

হাবরায় অগ্নিকাণ্ড

ভরদুপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড হাবরা স্টেশন সংলগ্ন একটি মিষ্টির দোকানে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাবরা স্টেশন চত্বরে। খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও ক্ষয়ক্ষতির হয়েছে প্রচুর পরিমাণে।

সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন । দমকল বাহিনী এবং প্রতিবেশী দোকানদারদের সহযোগিতায় নেভানো হয় আগুন । এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে আসে হাবরা থানার পুলিশ এবং হাবরা পুরসভার পুরপ্রধান নারায়ণ চন্দ্র সাহা । তড়িঘড়ি ঘটনাস্থলে এসে পৌঁছায় হাবরা থানার ভারপ্রাপ্ত আধিকারিক অরিন্দম মুখোপাধ্যায় ।

জনবহুল এই এলাকায় ভরদুপুরে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে আশে পাশের দোকানের মালিক এবং শহরের পথচলতি সাধারণ মানুষ । কিভাবে আগুন লাগল সেই বিষয়ে দোকানের ভেতরে থাকা কর্মচারীরা জানান, গ্যাস সিলিন্ডারে আচমকাই আগুন লেগে যায় আগুন যদি চারিদিকে ছড়িয়ে পড়তো তাহলে বড়োসড়ো দুর্ঘটনা ঘটে যেতে পারত যদিও বা কিছুটা হলেও রক্ষা পেয়েছে মিষ্টির দোকানের মালিক । এই ঘটনায় আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার অন্যান্য দোকানের মালিকরা ।