ফের বিপত্তি ভারতীয় রেলে! এবারও সেই ওডিশা। বৃহস্পতিবার রাতে ওডিশার নৌপাডা জেলায় ছোটোখাটো আগুন লাগল দুর্গ-পুরী এক্সপ্রেসের একটি এসি কামরার ভিতরে। ট্রেনের কামরার ভিতরে অগ্নিকাণ্ডের জেরে যাত্রীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। ইস্ট কোস্ট রেলওয়ে কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, যে এই ঘটনায় কোনও আহত অথবা হতাহতের ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সন্ধেবেলা পুরী থেকে রওনা দিয়েছিল ট্রেনটি। যাত্রার কিছুক্ষণের মধ্যেই আচমকা ধোঁয়া বেরতে দেখা যায় একটি এসি কোচ থেকে। সঙ্গে সঙ্গেই খাইয়ার রোড স্টেশনে থামিয়ে দেওয়া হয় ট্রেনটি। আতঙ্কিত যাত্রীরা ট্রেন থেকে নেমে এদিক-ওদিক ছুটতে থাকেন। তবে শেষ পর্যন্ত কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘর্ষণ ও ব্রেকের অসম্পূর্ণ মুক্তির কারণে ব্রেক প্যাডে আগুন ধরে যায়। আগুন ব্রেক প্যাডেই সীমাবদ্ধ ছিল। কোনও ক্ষতি হয়নি।” বৃহস্পতিবার রাতে খারিয়ার রোড স্টেশনে পৌঁছতেই ট্রেনের বি৩ কোচে ধোঁয়া দেখা যায়। রেলওয়ে কর্তৃপক্ষ এক ঘন্টারও কম সময়ের মধ্যে সমস্যার সমাধান করে এবং ট্রেনটি রাত এগারোটা নাগাদ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয়।