দেশ ব্রেকিং নিউজ

শতাব্দী এক্সপ্রেসে ভয়াবহ আগুন

দিল্লি–দেরাদুন শতাব্দী এক্সপ্রেসে আগুন। দাউ দাউ করে জ্বলল ট্রেনের সি–৪ কম্পার্টমেন্ট। সূত্রের খবর, শনিবার ট্রেনটি কাঁসরো এলাকা পার করার সময় দুর্ঘটনাটি ঘটে। আচমকা আগুন লাগে সংশ্লিষ্ট কম্পার্টমেন্টটিতে। তবে সুরক্ষিত রয়েছেন যাত্রীরা। তবে তীব্র আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে৷ কিছুক্ষণের মধ্যেই ভয়াল আকার নেয় আগুন৷ তার আগেই অবশ্য নিরাপদে নামিয়ে আনা হয় ওই কামরায় থাকা যাত্রীদের৷
যাত্রীদের প্রাণ বাঁচাতে শেষবিন্দু পর্যন্ত চেষ্টা করে গেলেন চালক ও রেলের কর্মীরা। এদিন দুপুর ১২টা ২০ মিনিটে আচমকা আগুন লাগে দিল্লি থেকে দেরাদুনগামী শতাব্দী এক্সপ্রেসের সি–৪ কম্পার্টমেন্টে। আগুনের ফুলকি চোখে পড়া মাত্রই হুড়োহুড়ি পড়ে যায় কম্পার্টমেন্টে। আতঙ্কে চিৎকার করতে থাকেন যাত্রীরা। পরিস্থিতি বুঝে তৎপর হয়েছিলেন চালকও। জঙ্গলের মধ্যেই থামিয়ে দিয়েছিলেন ট্রেন। যাত্রীদের রক্ষা করতে এগিয়ে আসেন রেলকর্মীরা। তাঁদের সরিয়ে নিয়ে যাওয়া হয় অন্য কামরায়।
জানা গিয়েছে, ট্রেনটি উত্তরাখণ্ডের কাঁসরো এলাকা দিয়ে যাচ্ছিল৷ দাউ দাউ করে জ্বলে ওঠা আগুন গোটা কামরাই দ্রুত গ্রাস করে নেয়৷ তবে আগুন ছড়িয়ে পড়ার আগেই কামরা থেকে সব যাত্রীদের নামিয়ে আনা সম্ভব হয়৷ পরে ট্রেন থেকে কামরাটিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়৷ উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার জানিয়েছেন, বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে৷ শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে৷ অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানতে শুরু হয়েছে তদন্ত৷ সংশ্লিষ্ট কম্পার্টমেন্টে প্রায় ৩০ জন যাত্রী ছিল। প্রত্যেকেই সুরক্ষিত রয়েছেন।