এবার বিধ্বংসী আগুন লাগল লেবাননের রাজধানী বেইরুটের সেই বন্দরেও। এই আগুনের ফলে শহরের আকাশ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আগস্ট মাসেই এখানে ভয়াবহ বিস্ফোরণ ঘটেছিল। এবার ঘটল অগ্নিকাণ্ড। সব মিলিয়ে আতঙ্কের রুট বেইরুট।
লেবানন সেনা সূত্রে খবর, বন্দরের একটি গুদামঘরে প্রথমে এই আগুন লাগে। সেখানে প্রচুর পরিমাণে তেল আর গাড়ির চাকা মজুত ছিল। তবে কীভাবে আগুন লেগেছে, সে ব্যাপারে এখনও পরিষ্কার করে কিছু জানা যায়নি।
ইতিমধ্যেই গোটা শহরে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। জানা যাচ্ছে, বন্দরের কাছাকাছি সব অফিসেই ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে। সেনার পাশাপাশি আগুন নেভানোর কাজে নেমে পড়েছে দমকল। আকাশে চক্কর কাটছে হেলিকপ্টার।
উল্লেখ্য, গত ৪ আগস্ট ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে বেইরুট। বিশ্বের কোথাওই এমন তীব্রতার বিস্ফোরণ হয়নি বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। বন্দরের একটি গুদাম ঘরে ২৭০০টন অ্যামোনিয়াম নাইট্রেট মজুত ছিল। সেখান থেকেই সেই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় মারা যান ১৯১ জন।