জেলা ব্রেকিং নিউজ

মহেশতলায় রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, জখম পাঁচ

দক্ষিণ ২৪ পরগনার মহেশতলায় এক রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন লাগল। মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ কারখানার কর্মীরা বিকট শব্দ শোনেন। এরপরই গলগল করে ধোঁয়ায় ঢেকে যায় চারদিক। কর্মীরা কোনও রকম বেরিয়ে আসলেও কয়েকজন শ্রমিক ভিতরে আটকে পড়েন। দ্রুত খবর দেওয়া হয় দমকলকে। পরে দমকল ও পুলিশের সহায়তায় পাঁচজন শ্রমিককে ভিতর থেকে বের করে আনা সম্ভব হয়েছে। তবে তাঁরা গুরুতর জখম হয়েছেন বলে জানা যাচ্ছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন কাজ করছে। তবে যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। কালো ধোঁয়ায় ঢেকেছে চারদিক। মহেশতলার ওই এলাকায় পরপর বেশ কয়েকটি রাসায়নিক কারখানা ও গুদামঘর রয়েছে। যার একটিতে আগুন লাগলেও আশেপাশের কয়েকটি গুদামে আগুন ছড়িয়ে পড়েছে। হাওয়ার দাপট থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। তাঁদের বক্তব্য, রাসায়নিক কারখানা হওয়ার কারণেই দ্রুত ছড়াচ্ছে আগুন। কিভাবে আগুন লাগলো বা বিস্ফোরণের কারণ সম্পর্কে এখনই কিছু বলা সম্ভব নয় বলে জানিয়েছেন দমকলের আধিকারিকরা। তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই কারখানায় থাকা দুটি রাসায়নিকের ড্রাম বিস্ফোরণের ফলেই এই ঘটনা।