সোমবার রাতে সেকেন্দ্রাবাদের একটি হোটেলে আগুন লাগে। ওই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। আহত বেশ কয়েকজন। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই অগ্নিকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে দমকল। ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত মৃত ৮ আহত ১০। সোমবার রাত ১০ টা নাগাদ আগুন মুহুর্তে ছড়িয়ে পড়ে হোটেলের উপরের অংশে। হোটেলের আবাসিকরা প্রথমে ধোঁয়া দেখতে পেয়ে হোটেল কর্মীদের জানান। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকল বাহিনীকে। দমকল বাহিনী এসে পৌঁছানোর আগেই আগুন ছড়িয়ে পড়তে শুরু করে।
আতঙ্কে বহু তল থেকে ঝাঁপ দিতে থাকে অনেকেই। আগুন ছড়িয়ে পড়ার কারণে শোরুমের ভেতরে ২৪ জন আটকে ছিলেন। তাদের উদ্ধার করতে শুরু করে দমকল বাহিনী। শোরুমের মধ্যেই অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছেন ৬ জন পরে হাসপাতালে মারা গিয়েছে আরো ২জন। চলতি বছরেই তেলেঙ্গানায় মার্চ মাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেকেন্দ্রাবাদ এর একটি গুদামে আগুন লেগে মৃত্যু হয়েছিল বিহারের ১১ জন পরিযায়ী শ্রমিকের। সেই ঘটনা শর্ট সার্কিট থেকে আগুন লাগার কারণে হয়েছিল। এবারের এই অগ্নিকাণ্ডের ঘটনাও শর্ট সার্কিট থেকে হয়েছে বলেই প্রাথমিক অনুমান।