মুখে শান্তির কথা বললেও শান্তি বজায় রাখছে না চিন। সম্প্রতি তারা হুমকি দিয়েছিল এক ইঞ্চি জমি ছাড়া হবে না। এবার সেই উদ্দেশ্যে লাদাখে আবার উত্তেজনা ছড়াল চিন। পাল্টা জবাব দিল ভারতও। এবার সেই উত্তেজনা থেকেই ভারত–চিন দু’পক্ষই প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর গুলি চালানো হয়েছে। ফের তেতে উঠেছে লাদাখ।
এই পরিস্থিতিতে ভারত–চিন বিবাদ আরও গুরুতর হচ্ছে বলে স্বীকার করলেন বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর। তিনি বলেন, ‘এই মুহূর্তে লাদাখ পরিস্থিতি অত্যন্ত সঙ্কটজনক। দুই দেশের মধ্যে রাজনৈতিক স্তরে গভীর আলোচনা প্রয়োজন।’
জানা গিয়েছে, প্রকৃত নিয়ন্ত্রণরেখায় হতাহতের কোনও ঘটনা ঘটেনি। একে অপরকে সমঝে দিতেই ‘ওয়ার্নিং শট’ করা হয়েছে বলে দু’পক্ষেরই দাবি। ভোররাতের খবর, পরিস্থিতি এখন মোটের ওপর নিয়ন্ত্রণে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর জানান, সীমান্তে শান্তি এবং স্থিতাবস্থা না থাকলে দু’দেশের মধ্যে কোনও ক্ষেত্রেই সুস্থ সম্পর্ক গড়ে উঠতে পারে না। চিন হচ্ছে ভারতের দ্বিতীয় বাণিজ্যিক পার্টনার। দুই দেশের অন্যান্য সম্পর্ক ঠিক রাখার জন্য আগে প্রয়োজন সীমান্তে শান্তি ফেরানো।
পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণরেখায় গুলি ছোঁড়ার পর, চিনের প্রতিরক্ষা মন্ত্রক তার ব্যাখ্যা দিয়েছে। গুলি চালানোর কথা স্বীকার করে বলেছে, ভারতীয় সেনাবাহিনী এবং লাল ফৌজের উপস্থিতিতেই গুলি চলেছে। পিপলস লিবারেশন আর্মির ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের মুখপাত্র কর্নেল জাং শুইলি দাবি করেন, প্যাংগং সো লেকের দক্ষিণ তীরে, শেনপাও পাহাড়ের কাছে ভারতীয় সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে।
আর ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর, চিনের সেনা ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে গুলি চালালে ভারতও তত্ক্ষণাত্ জবাব দেয়। তবে এটা ওয়ার্নিং শট ছিল বলেই ভারতীয় সেনার মুখপাত্র জানিয়েছেন। তাঁর কথায়, খুব অল্প সময়ের জন্যই পূর্ব লাদাখে গোলাগুলি চলেছে। সূত্রের খবর, আগামী ৯ থেকে ১১ সেপ্টেম্বর মস্কোয় সাংহাই কো–অপারেশন অর্গানাইজেশনে বিদেশ মন্ত্রক স্তরের বৈঠক রয়েছে। সেখানে উপস্থিত থাকবেন এস জয়শঙ্কর। ১০ সেপ্টেম্বর চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই–র সঙ্গে বৈঠক হতে পারে জয়শঙ্করের। ওই বৈঠকে ভারত–চিন বিবাদ নিয়ে আলোচনা হতে পারে।
সেনাবাহিনী সূত্রে জানা গিয়েছে, ভারত হেলমেট এবং কালা পাহাড় চুড়োর নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সর্বোচ্চ সতর্কতায় রয়েছে। এই দুই পাহাড় পুনর্দখলে লালফৌজ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই গত কয়েকদিনের মধ্যে অন্তত তিনবার লালফৌজ ভারতীয় ভূখণ্ডে ঢোকার চেষ্টা করে। কিন্তু তাড়া খেয়ে পালিয়েছে।