পরিবেশ ব্রেকিং নিউজ

আগুনের গ্রাসে শুশুনিয়া পাহাড়

ছাই হয়ে যাচ্ছে শুশুনিয়া। দক্ষিণবঙ্গের সুপরিচিত অরণ্য পাহাড় এখন ধ্বংস হতে বসেছে। ১২ ঘণ্টা ধরে জ্বলছে বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত শুশুনিয়া পাহাড়। বুধবার পাহাড়ের একাংশে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মীরা। আগুন নেভানোর চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে খবর, পাহাড়ের কিছু এলাকায় আগুন জ্বলতে দেখা যায়। ভয়াবহ আকার ধারণ করে সেই আগুন। মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে গোটা পাহাড়ে। আমাজনের জঙ্গল এবং অস্ট্রেলিয়ার জঙ্গলকে ছাই হয়ে যেতে দেখেছিল গোটা বিশ্ব। এবার সেই ছবিই ধরা পড়ল ভারতেই নয়, একেবারে বাংলায়। গত ৩ তারিখ থেকে আগুনের শিখা জঙ্গলে দেখা গিয়েছে। ৪ তারিখ গ্রামবাসীরা নিজেরাই চেষ্টা করছিলেন আগুন নেভানোর। তা খানিকটা আয়ত্তেও এসেছিল। কিন্তু পরিস্থিতি যে হাতের বাইরে চলে গিয়েছে তা বোঝা যায় বুধবার সকালে। ফের দাউ দাউ করে জঙ্গলে জ্বলে ওঠে আগুন। পাহাড় জুড়ে শুকনো পাতায় আগুন ছড়িয়ে পড়ছে দ্রুত। দমকল আপ্রাণ চেষ্টা করছে আগুন নেভানোর।
অনেকের অনুমান, পাহাড়ের শুকনো পাতায় আগুন লেগে যাওয়ার ফলেই এই ঘটনা ঘটেছে। এই ঘটনার সঙ্গে কারা জড়িতে, এই বিষয়ে তাঁরা কিছু জানাতে পারেননি এখনও। সূত্রের খবর, ওখানে প্রতি বছরই ধারা উৎসব বলে একটা পরব হয়। তাতে স্থানীয় লোকেরা পাহাড়ে পড়ে থাকা শুকনো পাতা ও ময়লা পুড়িয়ে দেয়। ওটা নাকি উৎসবেরই অঙ্গ। এবার লকডাউনের ফলে উৎসব হচ্ছে না। তবে মেলা কমিটির লোকেরা এলাকা পরিস্কারের জন্য পাহাড়ের নিচের দিকে একটা ছোট্ট অংশে আগুন লাগিয়েছে। প্রত্যেক বছরই নাকি এভাবে আগুন লাগানো হয়‌!‌ পুড়তে থাকা শুশুনিয়া পাহাড়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।