শীতে আগুন লেগে গেল শুশুনিয়া পাহাড়ে। তবে নিজে থেকে আগুন লাগেনি। আগুন লাগানো হয়েছে। শুক্রবার সন্ধ্যা থেকে আগুনের লেলিহান শিখা গ্রাস করে গোটা পাহাড়কে। এই আগুন লাগার পেছনে একদল মানুষের বেপরোয়া আচরণকে দায়ী করছে বাঁকুড়াবাসী।
জানা গিয়েছে, গরমকালে এই পাহাড়ে আগুন লাগতে পারে। সেটা খুব একটা অস্বাভাবিক ঘটনাও নয়। ২০১৯ সালের এপ্রিল মাসেও দাউদাউ করে আগুন জ্বলে উঠেছিল শুশুনিয়ায়। পাহাড়ের শুকনো পাতায় আগুন লেগে তা ছড়িয়ে পড়ে। কিন্তু এবার নিজেদের ফুর্তির জন্য আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে খবর, শীতে যেভাবে পাহাড়ে আগুন লেগেছে, সেটা সম্পূর্ণ ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। শুক্রবার এই আগুন লাগার পরেই পাহাড় থেকে জীবজন্তু এবং পাখিদের আর্ত চিৎকার শোনা যায়। দমকলকর্মী এবং স্থানীয় প্রশাসন এই আগুন নেভানোর কাজে নেমে পড়েন। এতে জঙ্গলের ক্ষতি হল বলে মনে করা হচ্ছে।
এই আগুন নিয়ে ফেসবুক পোস্টে সব্যসাচী ভট্টাচার্য অভিযোগ করেন, ‘পিকনিকের নামে মদ্যপদের তাণ্ডব বেড়েছে। অনেকে পরিবার নিয়ে যেতে ভয় পাচ্ছে শুশুনিয়ায়। ডিজে বাজিয়ে অশ্লীল গান আর মেনুতে মদ–মাংস এটাই এখন ফ্যাশনে পরিণত হয়েছে। মদ্যপরাই শুশুনিয়ায় আগুন লাগিয়ে বর্ষবরণ পালন করেছে।’