ফের মর্মান্তিক দুর্ঘটনা। মহারাষ্ট্রের পালঘরের ঘটনা নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন স্বাস্থ্যমন্ত্রী রাজেশ টোপে। তিনি এদিন বলেন, ‘বীরারের ঘটনা জাতীয় সংবাদ নয়।’ এই ঘটনা নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রশ্ন ওঠে, তাহলে ১৩ জন করোনা রোগী অগ্নিদগ্ধ হয়ে মারা যাওয়ার বিষয়টিকে ছোট করে দেখাতে চাইছে মহারাষ্ট্র সরকার।
আজ শুক্রবার ভোর রাত ৩টে নাগাদ মহারাষ্ট্রের পালঘরের একটি কোভিড হাসপাতালে আগুন লাগে। হাসপাতালের ২১ জন রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। দমকলের কয়েকটি ইঞ্জিন যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনে। কি করে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে দেশে যখন করোনা দাপট দেখাতে শুরু করেছে তখন এই ঘটনা নিঃসন্দেহে বড় মর্মান্তিক খবর।
জানা গিয়েছে, শুক্রবার রাত তিনটে নাগাদ ওই হাসপাতালটিতে আগুন লাগে। হাসপাতালে মোট ৯৫ জন রোগীর চিকিৎসা চলছিল। অন্যান্য রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করার কাজ শুরু হয়েছে। সিএমও অফিস সূত্রে খবর, আগুন লাগার কারণ জানতে দ্রুত তদন্ত শুরু হবে। তবে দমকলের প্রাথমিক অনুমান, শর্ট–সার্কিটের জেরেই এই বিপর্যয়।
এই ঘটনার জেরে যাঁরা প্রাণ হারিয়েছেন তাঁদের কেন্দ্রের পক্ষ থেকে ২ লক্ষ টাকা এবং রাজ্য সরকারের তরফে ৫ লক্ষ ক্ষতিপূরণ দেওয়ার ছাড়পত্র দিয়েছে প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল সংস্থা। আর যাঁদের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, তাঁদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণ দেওয়া হবে।
