আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, চাঞ্চল্য

এবার ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ইন্দোনেশিয়ায়। ইন্দোনেশিয়ার বৃহত্তম তেল সংশোধনাগারে ঘটে গেল এক ভয়ঙ্কর অগ্নিকাণ্ড। বিস্ফোরণের শব্দে হার্ট অ্যাটাক হয়ে একজনের মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় ১৫ জন আহত হয়েছেন। স্থানীয় পরিবারগুলিকে অন্যত্র সরানোর কাজ দ্রুত শুরু হয়েছে। চাপা আতঙ্ক গ্রাস করেছে সর্বত্র।
এদিন ভয়ঙ্কর বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে ইন্দোনেশিয়ার ওই তেল সংশোধনাগারের সন্নিহিত এলাকা। তারপর আগুন গ্রাস করতে থাকে আশপাশের সব। পশ্চিম জাভায় অবস্থিত বলোনগান সংশোধনাগারটি সরকারি তেল সংস্থা পার্টামিনার৷ স্থানীয় এক বাসিন্দা বলছেন, আওয়াজ শুনে তিনি জানলার বাইরে তাকাতেই দেখেন দাউদাউ করে জ্বলছে আগুন। সেই আগুন যেন আকাশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে!
পার্টেমিনা প্রেসিডেন্ট ডিরেক্টর নিকি ওয়াইদাওয়াতি জানিয়েছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে। তিনি আশ্বস্ত করেছেন, এই দুর্ঘটনার জেরে তেল নিয়ে কোনও সঙ্কট তৈরি হবে না। এই ঘটনায় কমপক্ষে ১৫ জন জখম হয়েছেন। একজনের মৃত্যু হয়েছে। আরও ৩ জনের খোঁজ চলছে।