A devastating fire broke out at a hydropower plant in Telangana. Nine workers were trapped in a fire inside a power house late at night. Their rescue operation is going on during the war. This power plant has been burning all night long. The firefighters of Atmakur station in Kurnool district could not control the fire even after trying all night. The 9 workers trapped inside the thermal power plant are still unaccounted for.
দেশ ব্রেকিং নিউজ

জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে বিধ্বংসী আগুন

তেলঙ্গানার জলবিদ্যুত্‍‌ কেন্দ্রে বিধ্বংসী আগুন লাগল। গভীর রাতে একটি পাওয়ার হাউসের ভেতরে আগুন লাগায় আটকে পড়েছেন ৯ জন কর্মী। যুদ্ধকালীন তত্‍‌পরতায় চলছে তাঁদের উদ্ধারকাজ। সারারাত দাউ দাউ করে জ্বলেছে এই বিদ্যুৎকেন্দ্র। কারণ সারারাত চেষ্টা করেও কুর্নুল জেলার আত্মাকুর স্টেশনের দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে পারেননি। তাপ বিদ্যুৎকেন্দ্রের ভেতর আটকে পড়া ৯জন কর্মীর এখনও কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তাঁদের উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছেন এনডিএফ কর্মীরা।
স্থানীয় সূত্রে খবর, ১০ জন কর্মীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও ভেতরে আটকে রয়েছেন ৯ জন। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, শ্রীশৈলমের হাইড্রোইলেকট্রিক পাওয়ার স্টেশনে শর্ট সার্কিটের থেকে আগুন লেগেছে। ওই জলবিদ্যুৎ কেন্দ্রের ভূগর্ভস্থ চার নম্বর ইউনিটে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। তখন ২৫ জন কর্মী নাইট শিফটে কাজ করছিলেন। দ্রুত আগুন ছড়াতে শুরু করায় তারা কোনওরকমে কেন্দ্র থেকে বেরিয়ে এসে প্রাণে বাঁচেন। তবে বাকি ৯ জন ভেতরে আটকে রয়েছেন। তেলঙ্গানা–অন্ধ্রপ্রদেশ সীমান্ত বরাবর কৃষ্ণা নদীর উপর শ্রীশৈলম বাঁধ তৈরি করা হয়েছিল।
অনেকেই বলছেন, তাঁরা প্রবল বিস্ফোরণের শব্দ শুনেছিলেন। দমকলকর্মীরা মনে করছেন ভূগর্ভস্থ চার নম্বর ইউনিটে বিস্ফোরণ ঘটায় অগ্নিকাণ্ড হয়েছে। তবে এখন এই আগুন নেভানোর সঙ্গে সঙ্গে ওই ৯ জন কর্মীকে উদ্ধারও বড় চ্যালেঞ্জ দমকল বাহিনীর সামনে। যদিও এই অগ্নিকাণ্ড নিয়ে সংশয় রয়েই যাচ্ছে। কারণ একটা শর্ট সার্কিট থেকে এত বড় আগুন লাগল?‌ তাছাড়া আরও দ্রুত কী দমকলকে খবর দেওয়া যেত না?‌ উঠছে প্রশ্ন।