মক্কার পাহাড়ে ভয়াবহ আগুন। মায়সান অঞ্চলে জাবাল আমাদ পাহাড়ে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে খবর। পাহাড়ের উঁচু–নিচু রাস্তা এবং প্রচুর গাছপালার জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে দমকলকর্মীদের। আগুন নেভাতে ছুটে এসেছেন সিভিল ডিফেন্স ফোর্সের সদস্যরা।
এই ঘটনায় মক্কা কর্তৃপক্ষ টুইট করে বলেছে, জাবাল আমাদ পাহাড়ের একটি বনাঞ্চল থেকে প্রথম আগুনের সূত্রপাত হয়। সৌদি আরবের সর্বাধিক আলোচিত বিষয়গুলির মধ্যে এই অগ্নিকাণ্ডের ঘটনা রয়েছে। আগুনের ছবি ও ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। যেখানে দেখা যাচ্ছে, পাহাড়জুড়ে বিশাল এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে।
সৌদি সিভিল ডিফেন্স টুইট করে বলেছে, তায়েফ গভর্নরেট সিভিল ডিফেন্সের একাধিক ইউনিট জাবাল আমাদ পাহাড়ের আগুন নেভানোর কাজ শুরু করেছে। এখনও নিয়ন্ত্রণে আনা যায়নি।
উল্লেখ্য, এর আগে প্রায় দু’মাসেরও বেশি সময় ধরে ভয়াবহ দাবানলে পুড়ছে অস্ট্রেলিয়া। এতে নিহত হয়েছেন অন্তত ১৮ জন মানুষ। এছাড়াও দাবানলে বন্যপ্রাণিদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নিঃশব্দে মারা গিয়েছে প্রায় ৫০ কোটি প্রাণি।
