শিয়ালদহের ইএসআই হাসপাতালে শুক্রবার কাকভোরে হাসপাতালে আগুন। জানা গিয়েছে, এদিন ভোর সাড়ে ৫টা নাগাদ পোস্ট অপারেশন ইউনিটে আগুন লাগে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কী কারণে আগুন লাগল, তা প্রাথমিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১০টি ইঞ্জিন। প্রবল ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতাল চত্বর। ফলে দমবন্ধ হয়ে আসে রোগীদের। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, হাসপাতালে ভর্তি ছিল ৯১ জন রোগী। অভিযোগ উঠছে,এদের মধ্যে দমবন্ধ হয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। রোগীর নাম উত্তম বর্ধন। তিনি বনগাঁর বাসিন্দা। তবে হাসপাতাল সুপার জানিয়েছেন, আগুনে বা দমবন্ধ হয়ে রোগীর মৃত্যু হয়নি। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত ছিলেন।
আগুন লাগার খবর পেয়েই হাসপাতালে যান সুজিত বসু। সুজিত বসু জানান, ৮০ জন রোগী ভর্তি ছিলেন। তিনিও জানিয়েছিলেন মৃত রোগী ক্যান্সার আক্রান্ত ছিলেন ।কিছু সময়ের জন্য রোগী নিরাপত্তার কারণে খোলা আকাশের নিচে চলে চিকিৎসা। প্রয়োজনের ভিত্তিতে কিছু রোগীকে মানিকতলা ইএস আই হাসপাতালে স্থানান্তরিত করা হয়।। তবে এই ঘটনায় আতঙ্কে রয়েছেন রোগীদের আত্মীয় পরিজনেরা।