আন্তর্জাতিক ব্রেকিং নিউজ

ইরাকে কোভিড হাসপাতালে বিস্ফোরণ, নিহত ৪৭

অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরে ভয়াবহ আগুন লাগল ইরাকের নাসিরিয়ায় এক কোভিড হাসপাতালে। কোভিড ওয়ার্ডে আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। আগুনের মধ্যেই আটকে পড়েন একাধিক করোনা রোগী। শেষ খবর পাওয়া অবধি অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে ৪৭ জনের।

ইরাকের নাসিরিয়া শহরের আল-হুসেন হাসপাতালে মাস তিনেক আগেই খোলা হয়েছিল কোভিড ওয়ার্ড। ৭০ শয্যা বিশিষ্ট ওই ওয়ার্ডেই আগুন লাগে মঙ্গলবার রাতে। সঙ্গে সঙ্গেই কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা চত্বর। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, অক্সিজেন ট্যাঙ্কে বিস্ফোরণের জেরেই আগুন ধরে যায় ওই ওয়ার্ডে। দমকল বিভাগের দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

 

তবে এখনও কয়েকটি পকেটে আগুন থাকায় পুরোপুরি উদ্ধারকাজ শেষ হয়নি। ৪৭ জনের দেহ উদ্ধার হলেও এখোনোও নিখোঁজ বেশ কয়েকজন। ফলে আশঙ্কা করা হচ্ছে মৃতের সংখ্যা বৃদ্ধি পাবে। ইতিমধ্যেই ইরাকের প্রধানমন্ত্রী উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। কর্তব্যে গাফিলতির অভিযোগে নাসিরিয়ার স্বাস্থ্য ও পুলিশ আধিকারিকদের বরখাস্ত করা হয়েছে।