লক্ষ্মীপুর জেলায় যাওয়ার পথে মেঘনা নদীর উপরে একটি ফেরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে। রাজধানী ঢাকা থেকে প্রায় ২০০ কিলোমিটার দূরের এই ঘটনায় কারও হতাহত হওয়ার খবর নেই। তবে আগুন ছড়িয়ে পড়ায় ফেরির মধ্যে থাকা অন্তত ১০টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে। কি করে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল তা নিয়ে তদন্তে নেমেছে প্রশাসন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত তিনটে নাগাদ লক্ষ্মীপুরের মজু চৌধুরীর হাট ফেরিঘাট থেকে ‘কলমিলতা’ নামের ফেরিটি ১৫টি গাড়ি নিয়ে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেয় ফেরিটি। মাঝনদীতে হঠাৎ একটি মালবাহী ট্রাকে আগুন লেগে যায়। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন অন্য গাড়িগুলিতে ছড়িয়ে পড়ে। বিপদ বুঝে খবর দেওয়া হয় দমকল দপ্তরকে। তারপরই দমকল বিভাগ ও নৌ পুলিশ ভোলার ইলিশা ফেরিঘাট থেকে ‘কিষাণী’ নামের ফেরিতে করে ঘটনাস্থলে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
উল্লেখ্য, কয়েকদিন আগেই নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ২০০ জন যাত্রী নিয়ে ডুবে যায় একটি লঞ্চ। রবিবার মালবাহী একটি জাহাজ লঞ্চটিকে ধাক্কা দিলে এই দুর্ঘটনাটি ঘটে। ওই ঘটনায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে পাঁচজনের। নিহতরা সকলেই মহিলা। নিখোঁজ অনেকেই। তাঁদের খোঁজে চলছে উদ্ধারকাজ।