বিজেপি নেতা তথা বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই সৌম্যেন্দুর বিরুদ্ধে কাঁথি পুরসভা থেকে লক্ষাধিক টাকার ত্রাণ সামগ্রী চুরির অভিযোগে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। থানায় এই এফআইআর দায়ের হয়েছে গতকাল রাতে। এমনকী সেচ দপ্তরে চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার অভিযোগে শুভেন্দু ঘনিষ্ঠ রাখাল বেরাকে গ্রেপ্তার করা হয়েছে।
কাঁথি পুর প্রশাসনিক বোর্ডের সদস্য রত্নদীপ মান্নার অভিযোগের ভিত্তিতে কাঁথি থানায় অভিযোগটি দায়ের করা হয়েছে। ১ জুন কাঁথি থানায় দায়ের করা অভিযোগে তিনি বলেছেন, শুভেন্দু অধিকারী ও তাঁর ভাই কাঁথি পুরসভার প্রাক্তন পুরপ্রধান সৌমেন্দু অধিকারীর নির্দেশে ২২ মে সরকারি লক্ষাধিক টাকার ত্রিপল জোর করে ও অবৈধভাবে পুর অফিসের গোডাউন থেকে তালা খুলে নিয়ে যাওয়া হয়।
উল্লেখ্য, বিজেপি বারবার ত্রাণসামগ্রী চুরি করা নিয়ে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ করেছে। ইয়াসের ত্রাণ নিয়েও একই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। এখন সেই অভিযোগেই তাঁকে অভিযুক্ত করে থানায় এফআইআর দায়ের করা হয়েছে। পুরসভার অভিযোগ, পুর প্রশাসককে না জানিয়ে প্রভাব খাটিয়ে এই কাজ ঘটিয়েছেন শুভেন্দু।
গত বৃহস্পতিবার বারুইপুরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু বলেছিলেন, ‘দুয়ারে ত্রাণ প্রকল্পে দিতে যাচ্ছে আমফানের চোরেরা। কোথাও সরকারি আধিকারিক নেই, তৃণমূলের লোকজনই আছে দেখাশোনায়। বিজেপি পতাকা নিয়ে ত্রাণ দিতে যায় না, তৃণমূল নীল–সাদা টুপি পরে ত্রাণ দেয়।’ এখন এই অভিযোগে তোলপাড় রাজ্য–রাজনীতি।