আন্তর্জাতিক টুকরো খবর

ন্যাটোর সদস্যপদ পেল ফিনল্যান্ড

৩১ তম দেশ হিসাবে ন্যাটোর সদস্যপদ পেল ফিনল্যান্ড। সোমবার ন্যাটোর মহাসচিব জেনস স্টোলটেনবার্গ ঘোষণা করেন, ফিনল্যান্ড ও নর্ডিক অঞ্চলের নিরাপত্তার ক্ষেত্রে একটি ঐতিহাসিক ঘটনা। মঙ্গলবারই আনুষ্ঠানিকভাবে যোগদান প্রক্রিয়া শেষ হবে। ন্যাটোর সদস্য হিসাবে যুক্ত হতে চলেছে ফিনল্যান্ড। যদিও, একই সঙ্গে আবেদন করলেও সুইডেন এই সদস্যপদ পায়নি।

উল্লেখ্য, দীর্ঘদিন নিরপেক্ষ অবস্থান বজায় রেখেছিল ফিনল্যান্ড। রাশিয়া ও আমেরিকা-দুই মহাশক্তির সঙ্গেই সুসম্পর্ক ছিল ফিনল্যান্ডের। তবে, ইউক্রেনে রুশ হামলার পরেই পালটে যায় পরিস্থিতি। দেশের নিরাপত্তার কথা মাথায় রেখেই ন্যাটোয় যোগদানের আবেদন করে ফিনল্যান্ড। প্রতিবেশী দেশ সুইডেনও একই আবেদন করে। আবেদন করার বছরখানেকের মধ্যেই ন্যাটোর সদস্যপদ পেয়ে গেল ফিনল্যান্ড।