দেশ লিড নিউজ

ভারতে ফের মাঙ্কিপক্স আক্রান্তের খোঁজ, স্বাস্থ্যমহলে বাড়ছে উদ্বেগ

নতুন করে খোঁজ মিলল এক মাঙ্কিপক্স আক্রান্তের। এই নিয়ে সারা ভারতে এই সংক্রামক ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৩। করোনার দাপট বর্তমানে কিছুটা হ্রাস পেলেও মাঙ্কিপক্স নিয়ে ক্রমশ উদ্বেগ বাড়ছে স্বাস্থ্যমহলে।

জানা গিয়েছে, মাঙ্কিপক্সের সন্দেহজনক লক্ষণ নিয়ে লোকনায়ক হাসপাতালে ভর্তি হন এক নাইজেরিয়ান মহিলা। তাঁর নমুনা সংগ্রহ করে পাঠানো হয় টেস্টে। এরপর শুক্রবার নমুনার রিপোর্ট এলে জানা যায়, মাঙ্কিপক্সে আক্রান্ত ওই নাইজেরিয়ান মহিলা। তবে, তিনি কিভাবে মাঙ্কিপক্সে আক্রান্ত হলেন সে সম্পর্কে এখনও কোনও তথ্য মেলেনি।

সম্প্রতি আইসিএমআর-এর স্টাডিতে জানা গিয়েছে, মাঙ্কিপক্স সঠিকভাবে নির্ধারণের জন্য আক্রান্তের নাকের তরলের নমুনা, মুখের লালা এবং প্রস্রাবও দরকার। শরীরে ফোস্কা দেখা গেলেই তা মাঙ্কিপক্স নয়।

গত ২৩ জুলাই মাঙ্কিপক্স সংক্রমণ নিয়ে গোটা বিশ্বে জরুরি অবস্থা ঘোষণা করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই সংক্রমণ রুখতে সমকামী পুরুষদের সতর্ক হওয়ার আবেদন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র প্রধান। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান জানিয়েছেন, আফ্রিকার বাইরেও মাঙ্কিপক্স আক্রান্তের খবর মিলছে। মে মাসের শুরু থেকে এই সংক্রমণ বৃদ্ধি পেয়েছে বলে জানান তিনি।

বর্তমানে ৭৮টি দেশ থেকে ১৮ হাজারের বেশি মাঙ্কিপক্স আক্রান্তের খবর মিলেছে। এর মধ্যে ৭০ শতাংশ ঘটনা ঘটেছে ইউরোপে। বাকি ২৫ শতাংশ আমেরিকার। উল্লেখ্য, এর আগে ১৪ জুলাই দেশে প্রথম মাঙ্কিপক্সে আক্রান্তের হদিশ মেলে কেরালার কোল্লাম জেলায়।