দর্শকদের জন্য বিনোদনের সম্ভার সাজিয়ে রাখছে প্রযোজনা সংস্থা এসভিএফ। ১৪ এপ্রিল মুক্তি পাচ্ছে ‘দ্য একেন’। একেবারে অন্য পথে হেঁটে গত কয়েক বছরে নিজের ফ্যান ফলোয়িং দারুণ বাড়িয়ে ফেলেছে ‘একেনবাবু’। মুখ্য ভুমিকায় রয়েছে অনির্বাণ চক্রবর্তী । প্রতিবারের মতো এবারও ‘একেন বাবু’র গল্প লিখছেন সুজন দাশগুপ্ত । চিত্রনাট্য পদ্মনাভ দাশগুপ্তর । ছবির সংগীতের দায়িত্বে থাকছেন জয় সরকার । আর গান লিখছেন চন্দ্রিল ভট্টাচার্য ।
থ্রিলার ছেড়ে এবার প্রেমের গল্প নিয়ে ছবি তৈরি করছেন সৃজিত মুখোপাধ্যায় । ১৩ মে মুক্তি পাবে X=Prem। অভিনয়ে অর্জুন চক্রবর্তী, অনিন্দ্য সেনগুপ্ত, শ্রুতি দাস ও মধুরিমা বসাক। ছবিতে অনিন্দ্যের সঙ্গে জুটি বাঁধবেন শ্রুতি। অন্যদিকে অর্জুনের বিপরীতে দেখা যাবে মধুমিতাকে। বিয়ের পর মেয়েদের কি পদবি পালটে ফেলা উচিত? প্রশ্ন তুলবে মধুমিতা সরকার, বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত ‘কুলের আচার’ । সুদীপ দাস পরিচালিত ছবিতে মধুমিতার চরিত্রের নাম ‘মিঠি’, অন্যদিকে বিক্রমের চরিত্রের নাম ‘প্রীতম’। ৩ জুন মুক্তি পাবে ছবিটি।
অরিন্দম শীলের পরিচালনায় জুটি বেঁধেছেন মিমি চক্রবর্তী ও পরমব্রত চট্টোপাধ্যায়। ১ জুলাই মুক্তি পাচ্ছে তাদের ছবি ‘খেলা যখন’।
ফের ব্যোমকেশ-রূপে বড় পর্দায় আসছেন আবির চট্টোপাধ্যায়। এসভিএফ’ ও ‘ক্যামেলিয়া প্রোডাকশনসে’র যৌথ প্রযোজনায় ১১ আগস্ট মুক্তি পাচ্ছে ‘ব্যোমকেশ আসছে!’
৩০ সেপ্টেম্বর মুক্তি পাবে ধ্রুব বন্দ্যোপাধ্যায় পরিচালিত ছবি ‘কর্ণসুবর্ণের গুপ্তধনে’। এই ছবিতে ‘সোনাদা’ র চরিত্রে আবির । সিরিজের পর এবার সিনেমা পরিচালনায় অনির্বাণ ভট্টাচার্য। বাদল সরকারের নাটক ‘বল্লভপুরের রূপকথা’ অবলম্বনে ছবি তৈরি করছেন অভিনেতা-পরিচালক। ২১ অক্টোবর সিনেমা হলে মুক্তি পাবে ছবিটি।
এবার পুরীর সৈকতে রহস্যের সন্ধানে যাবে ফেলুদা, তোপসে ও জটায়ু। ছবির নাম ‘হত্যাপুরী’। বড়দিনের ঠিক আগে ২৩ ডিসেম্বর মুক্তির দিন ঠিক হয়েছে এই ছবির।