অক্ষয় তৃতীয়া এমন একটি দিন, যেদিন ব্যবসা, গৃহ প্রবেশ যে কোন শুভ কাজ করা যেতে পারে। পঞ্জিকা মতে, প্রত্যেক বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া উদযাপিত হয়।
হিন্দু, জৈন ধর্মাবলম্বীদের কাছে দিনটি একটি বিশেষ তাত্পর্যপূর্ণ তিথি। এদিন প্রচুর মানুষ গৃহ প্রবেশ করে থাকেন। ব্যবসা শুরু করেন বা জমি বা বাড়ি কেনা, যানবাহন, গহনা কেনা এবং বিবাহের মতো শুভ কাজ সম্পন্ন করেন অক্ষয় তৃতীয়ার দিন।
জেনে নিন অক্ষয় তৃতীয়ার সময়সূচী ও নির্ঘণ্ট, পঞ্জিকা অনুসারে-
তৃতীয়া তিথি আরম্ভ- বাংলা- ১৯ বৈশাখ, মঙ্গলবার। ইংরেজি- ৩ মে, মঙ্গলবার। সময়- ভোর ৫টা ২০ মিনিট। তৃতীয়া তিথি শেষ- বাংলা- ২০ বৈশাখ, বুধবার। ইংরেজি- ৪ মে, বুধবার। সময়- সকাল ৭টা ৩৩ মিনিট।
শুভ মুহূর্ত – পুজোর শুভ সময় – সকাল ০৫:৩৯ থেকে দুপুর ১২:১৮ পর্যন্ত। সোনা এবং রুপো কেনার শুভ সময় – সকাল ০৫:৩৯ থেকে পরের দিন ০৫:৩৮ টা পর্যন্ত। চৌঘড়িয়া মুহূর্ত – চৌঘড়িয়া মুহূর্ত (চর, লাভ, অমৃত) – সকাল ০৮:৫৯ থেকে দুপুর ০১.৫৮ পর্যন্ত। বিকেলের মুহূর্ত (শুভ) – বিকেল ০৩:৩৮ থেকে ০৫:১৮ পর্যন্ত । সন্ধ্যার জন্য মুহূর্ত (লাভ) – ০৮:১৮ থেকে ০৯:৩৮ পর্যন্ত। রাতের মুহূর্ত (শুভ, অমৃত, পরিবর্তনশীল) – রাত ১০:৫৮ থেকে ০২:৫৮ পর্যন্ত ।
বিশ্বাস করা হয়, অক্ষয় তৃতীয়ার দিন ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেছিলেন। এবং অক্ষয় তৃতীয়ার দিনে মহাভারত রচনার কাজ শুরু করেছিলেন মহর্ষি বেদব্যাস, গণেশ।