দেশ ব্রেকিং নিউজ

জেনে নিন ওমিক্রনের নতুন উপসর্গগুলি

অতিমারী যখন অনেকটাই নিয়ন্ত্রণে ঠিক সেইসময় উদ্বেগ ছড়িয়েছে করোনার নতুন প্রজাতি ওমিক্রন। এমতবস্থায় প্রশ্ন উঠছে, করোনার এই নতুন প্রজাতিকে রুখতে কতটা কার্যকর করোনার টিকা?এই নিয়ে চলছে চলছে নানা গবেষণা। ইতিমধ্যেই ভারতে দু’জনের শরীরে মিলেছে সেই ভ্যারিয়েন্টের হদিশ। আগে করোনার প্রাথমিক উপসর্গগুলি ছিল জ্বর, স্বাদ-গন্ধ চলে যাওয়া, সর্দি-কাশি ইত্যাদি। কিন্তু অন্য ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হলে যে সমস্ত উপসর্গ দেখা যায় এই নতুন ভ্যারিয়েন্টের দ্বারা আক্রান্ত হলে উপসর্গ কিছুটা আলাদা।

আফ্রিকার মেডিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারপার্সন চিকিত্‍সক অ্যাঞ্জেলিক কোয়েটজি জানাচ্ছেন, যাঁরা ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তাঁদের ক্ষেত্রে স্বাদ ও গন্ধ চলে যাওয়ার মতো কোনও উপসর্গ নেই। সেই জায়গায় অন্য নতুন একগুচ্ছ উপসর্গ দেখা যাচ্ছে। সেগুলি হল- শরীরে দুর্বল ভাব ও সারা শরীরে যন্ত্রণা, মাথাব্যথা। ওমিক্রন আক্রান্তের দেহে ক্লান্তিভাব অনেক বেশি থাকে। এছাড়াও গলা ব্যাথা, পেশীতে ব্যাথা, শুকনো কাশির মতো উপসর্গ দেখা দেয়। গায়ে হালকা জ্বর থাকে।

দেশে ওমিক্রন সংক্রমণ রুখতে মাস্ক ব্যবহার করতে বলছেন চিকিত্‍সকরা। সেই সঙ্গে ঘনঘন হাত ধোয়া, করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছেন তাঁরা। অবশ্য ওমিক্রন সংক্রমণ ছড়িয়ে পড়াকে ভয়ের লক্ষণ বলে মানতে নারাজ গবেষকদের একাংশ।