ব্রেকিং নিউজ রাজ্য

RG Kar হাসপাতালে আর্থিক দুর্নীতি: শহরের তিন প্রান্তে হানা ইডির

RG Kar মেডিক্যাল কলেজ ও হাসপাতালে আর্থিক দুর্নীতির তদন্তে ইতিমধ্যেই তেড়েফুঁড়ে ময়দানে নেমেছে ইডি-সিবিআই। আর্থিক দুর্নীতিকাণ্ডে সন্দীপ ঘোষ গ্রেফতার হওয়ার পর থেকেই তাঁর ঘনিষ্ঠদের বাড়িতে দফায় দফায় তল্লাশি চালিয়ে একাধিক নথি উদ্ধার হয়েছে। এবার আর্থিক দুর্নীতির তদন্তে একসঙ্গে শহরের তিন প্রান্তে তল্লাশি অভিযান ইডির। বৃহস্পতিবার সাতসকালে চিনার পার্কে সন্দীপ ঘোষের পৈতৃক ভিটে, টালায় চন্দন লৌহের বাড়ি এবং কালিন্দীর একটি ওষুধের দোকানে চলে তল্লাশি।

জানা গিয়েছে, চিনার পার্কের এই বাড়িতে সন্দীপ ঘোষের বাবা সত্যপ্রিয় ঘোষ থাকতেন। এদিন বাড়ির চাবি না মেলায় প্রায় এক ঘণ্টা অপেক্ষা করতে হয় তদন্তকারী আধিকারিকদের। পরবর্তী সময়ে চাবি নিয়ে এসে তালা খুলে বাড়িতে প্রবেশ করেন আধিকারিকরা। তবে, এদিন শুধু সন্দীপ ঘোষের পৈত্রিক বাড়িতেই নয়, সন্দীপ ঘনিষ্ঠদের ডেরাতেও হানা দেয় ইডি।

জানা গিয়েছে, কালিন্দীর হাউসিং কমপ্লেক্সের সি-২৮ নম্বর বাড়িতে রয়েছে অকটেন মেডিকেল-র অফিস। বছর দুই আগে থেকে এই অফিস শুরু হয়। দেবদত্ত চ্যাটার্জি নামক এক ব্যক্তি এই অফিসের মালিক। সার্জিক্যাল মেশিন সাপ্লাইয়ের কাজ করে অকটেন মেডিক্যাল। আরজিকর হাসপাতাল এই কোম্পানি থেকে বেশ কিছু মেশিন কিনেছিল, যে মেশিনের দাম বাজার দর থেকে বেশি দামে কেনা হয়েছিল বলে ইডি সূত্রের খবর।

প্রসঙ্গত, আরজিকর হাসপাতালে আর্থিক দুর্নীতি মামলার তদন্তে এর আগে গত শুক্রবার সকালে সোনারপুরে সন্দীপ-ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি। সন্দীপের ডেটা এন্ট্রি অপারেটর হিসেবে দুর্নীতি মামলায় উঠে এসেছিল প্রসূনের নাম। প্রায় সাত ঘণ্টা ধরে ম্যারাথন তল্লাশির পর সন্দীপ ঘনিষ্ঠ প্রসূন চট্টোপাধ্যায়কে আটক করে ইডি।