হুমকি অনুযায়ী কাজ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগে হুমকি দিয়েছিলেন। এবার তা কার্যকর করে দেখালেন। বুধবার বাস্তবেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দিল আমেরিকা। আর তা এদিন ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে চিনের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিলেন ট্রাম্প। তাঁর অভিযোগ ছিল, চিনের কৃতকর্মকে ঢাকতেই গোটা বিশ্বকে মহাবিপদের সামনে এনে দাঁড় করিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। যদিও রাষ্ট্রপুঞ্জের প্রধান টেড্রোস অ্যাডানম গেব্রিয়েসাসের মন্তব্য, এই পরিস্থিতিতে আর্থিক অনুদান বন্ধ করা সঠিক সিদ্ধান্ত নয়।
কিছুদিন আগেই আর্থিক অনুদান বন্ধ করে দেওয়ার ব্যাপারে গত সপ্তাহেই বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। করোনা নিয়ে বিপর্যস্ত আমেরিকা। মৃত্যুমিছিলের নিরিখে ইউরোপকে ছাড়িয়ে গিয়েছে আমেরিকা। করোনার বিরুদ্ধে কার্যত মুখ থুবড়ে পড়ছে আমেরিকা। এই অবস্থায় বারবারই চিনকে পক্ষপাতিত্ব করার অভিযোগ তুলেছে আমেরিকা বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে।
এমনকী এদিন পাকিস্তানকেও সতর্ক করেছেন ট্রাম্প। হিন্দু ও খ্রিষ্টানদের খাদ্য দিতে না চাওয়ার খবর সামনে আসতেই পাকিস্তানকে সতর্ক করল মার্কিন সরকারি সংস্থা। ইসলামাবাদকে কড়া হুঁশিয়ারি,, ধর্ম নির্বিশেষে সকলের কাছে খাবার পৌঁছে দিতে হবে।
