অবশেষে যুদ্ধ বিরতি ঘোষণা করল রাশিয়া। জানা যাচ্ছে, সংকটে আটকে পড়া মানুষদের উদ্ধার করতে ইউক্রেনের দুটি শহর মারিউপোল এবং ভলনোভাখাতে রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করেছে। এখানে আটকে পড়া মানুষদের বের না করা পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে কোনো হামলা হবে না। বেশ কয়েকদিন ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধ থামানোর অনুরোধ করা হয়, এবার সেই আবেদনে সারা দিল রাশিয়া।
সাধারণ নাগরিকদের উদ্ধার এর জন্য সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা করা হল। রাশিয়ার সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, এদিন সকালে রাশিয়া সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত ঘোষণা করে। আপাতত সাড়ে পাঁচ ঘণ্টার জন্য এই বিরতি ঘোষণা করা হয়েছে। এই সময়ের মধ্যে কোনও হামলা চালাবে না রুশ সেনা। পাল্টা প্রত্যাঘাত করতে পারবে না ইউক্রেনও।
আলবেনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, নরওয়ে, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের আহ্বানে শুক্রবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন অনুষ্ঠিত হয়। ইউক্রেনের জাপোরিঝিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার পর ইউরোপের সবচেয়ে বড় বৈঠক চলাকালীন রাষ্ট্রসংঘে রাশিয়ার স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেন, ইউক্রেনে আটকা পড়া বিদেশী নাগরিকদের শান্তিপূর্ণভাবে সরিয়ে নেওয়ার জন্য রাশিয়ার সামরিক বাহিনী সব কিছু করবে।
রাশিয়ান রাষ্ট্রদূত বলেছেন যে, ইউক্রেন ভারতীয় ছাত্র সহ অনেক বিদেশী নাগরিককে জোর করে আটকে রেখেছে এবং তাদের সংখ্যা প্রচুর। পূর্ব ইউক্রেনের এই জায়গাগুলিতেই মূলত সংঘর্ষ চলছে রুশ ও ইউক্রেনীয় সেনার মধ্যে। তারমধ্যেই আটকে পড়া ভারতীয়দের নিরাপদভাবে বের করে আনা কঠিন চ্য়ালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।