বড় ছেলের মাদক কাণ্ডে নাম জড়ানোর পর থেকেই এক রকম মুখ ফিরিয়ে নিয়েছিলেন বলিউডের বাদশা। সে ঘটনার পর পেরিয়ে গিয়েছে তিন মাস । অবশেষে সোশ্যাল মিডিয়ায় ফিরলেন অভিনেতা।
বুধবার দুপুর ১২টা নাগাদ ফের ইনস্টাগ্রামে একটি জনপ্রিয় টিভির বিজ্ঞাপনি ভিডিয়ো পোস্ট করলেন শাহরুখ খান। চোখের নিমেষে ৯ লাখ ছুঁয়ে ফেলেছে ভিডিয়ো ভিউ। সঙ্গে দেখা গিয়েছে স্ত্রী গৌরি খানকেও। ভিডিওতে দেখা যাচ্ছে, একটি বিলাসবহুল গাড়ি করে বাংলোয় পৌঁছালেন অভিনেতা। ভেতরে একটি আধুনিক টেলিভিশনের সামনে সোফায় বসলেন তিনি। তারপরেই শাহরুখকে সঙ্গ দেন গৌরি।
গণেশ পুজোর সময়ে শেষবার গণপতির একটি ছবি শেয়ার করেছিলেন শাহরুখ। সেই ছবিতে দেখা যায়, শাহরুখ তাঁর ছোট ছেলে আব্রামকে নিয়ে বাড়িতে গণেশের সামনে প্রার্থনা করছেন। গণেশের মূর্তির সামনে হাত জো্ড় করে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাহরুখের ছোট ছেলে আব্রামকেকে । মাঝে আরিয়ান জেলবন্দি হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়া থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তিনি। এমনকি নিজের জন্মদিনেও কোনো পোস্ট করেননি কিং খান। দীর্ঘদিন পর কাজে ফিরেছেন তিনি। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়াতেও কামব্যাক করলেন বাদশা।
অনুরাগীরা উচ্ছসিত শাহরুখের কামব্যাকে। একজন লিখেছেন, ‘ওয়েলকাম ব্যাক কিং!’ আরেকজন লিখেছেন, ‘এতদিন পর এসআরকের পোস্ট দেখে দারুন লাগছে।’
গত অক্টোবরের শেষে জেল থেকে ছাড়া পান আরিয়ান খান। এখন ছেলে বিপদ মুক্ত। তাই ফের শুটিং শুরু করেছেন কিং খান। জানা যাচ্ছে, মুম্বইতেই শুটিং করবেন তিনি।