অবশেষে স্বস্তি মিলল দক্ষিণবঙ্গে। শুক্রবার দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। ফলে এবার কমবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা।
উত্তরবঙ্গে গত 3 তারিখ বর্ষা প্রবেশ করেছিল আর আজ 17 তারিখ উত্তরবঙ্গ ঘুরে মৌসুমী বায়ু প্রবেশ করল দক্ষিণবঙ্গে। আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিগত দু’দিন উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। আগামী তিন দিন ধরে চলবে এই বৃষ্টি। মূলত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী হবে ।বাকি দার্জিলিং কালিম্পং এও অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা । যেহেতু উত্তরবঙ্গে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে তার ফলে দার্জিলিং কালিম্পং এ ভূমিধসের সম্ভাবনা রয়েছে। বাকি জেলার জল জমে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটা কমবে।
স্বস্তির বৃষ্টিতে ভিজল দক্ষিণবঙ্গ। আজ কলকাতা সহ হাওড়া, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, নদীয়া এবং পুরুলিয়ার একাধিক প্রান্তে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় রয়েছে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা। অন্য বছরের থেকে এক সপ্তাহ পিছিয়ে দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা। আগামী তিন দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হলেও তারপর বৃষ্টি আবার কমে যাবে।