৩ ফেব্রুয়ারি থেকে খুলছে স্কুল। সোমবার নবান্ন থেকে ঘোষণা করে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘোষণার পরেই বিস্তারিত নির্দেশিকা জারি করা হল রাজ্য সরকারের তরফ থেকে।
মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, ৩ ফেব্রুয়ারি থেকে রাজ্যে খুলছে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান। ৩ তারিখ থেকেই শুরু হবে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির ক্লাস। পাশাপাশি, পঞ্চম থেকে সপ্তম শ্রেণির পড়ুয়াদের জন্য চলবে ‘পাড়ায় শিক্ষালয়’।
রাজ্যে ফের বাড়ানো হল করোনা বিধি-নিষেধ। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত জারি থাকবে এই বিধিনিষেধ। রাজ্যজুড়ে করোনা গ্রাফ নিম্নমুখী হওয়ার কারণে বেশ কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে নিয়ম।সোমবার নবান্নে ক্যাবিনেট বৈঠকের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, ১ ফেব্রুয়ারি থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাজ্যে জারি থাকবে করোনা বিধি। তবে কয়েকটি বিশেষ ঘোষণার পাশাপাশি কিছু বিধিতে অনেকটাই ছাড় দিলেন মুখ্যমন্ত্রী।
খুলছে পার্ক, পর্যটন ক্ষেত্র। ৫০ শতাংশের বদলে আরও বেশি সংখ্যক মানুষ উপস্থিত থাকতে পারবে। কমেছে রাত্রিকালীন কারফিউর মেয়াদ। ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত রাত ১০ টার বদলে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত জারি থাকবে রাত্রিকালীন বিধি নিষেধ।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আরও ঘোষণা করেন, ১ ফেব্রুয়ারি থেকে রাজ্যের সমস্ত পর্যটন কেন্দ্রগুলিও খুলে যাচ্ছে। ওয়ার্ক ফ্রম হোম নিয়ম থাকলেও অফিসে ৭৫ শতাংশের হাজিরা দিতে হবে। লন্ডন-কলকাতা উড়ানে বাধ্যতামূলক করা হল আরটিপিসিআর। রাজ্যের সমস্ত অডিটোরিয়াম, রেস্তোরাঁ, পানশালা, সিনেমা হলে ৭৫ শতাংশের প্রবেশাধিকার দেওয়া হয়েছে। সাংস্কৃতিক কর্মসূচিতে ৭৫ শতাংশের ছাড় দেওয়া হয়েছে। বিয়েবাড়িতে ৭৫ শতাংশ অতিথি সমাগমের অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু রাজনৈতিক মিছিল, মিটিং, সভা এখনও বন্ধ থাকবে।