রাজ্য লিড নিউজ

অবশেষে গ্রেফতার সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান

‘নিখোঁজ’ তৃণমূল নেতা শেখ শাহজাহানকে বৃহস্পতিবার ভোর রাতে গ্রেফতার করল মিনাখাঁ থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, শাহজাহানকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে। আজ, বৃহস্পতিবার দুপুরে তাঁকে আদালতে হাজির করানো হবে।

দীর্ঘ ৫৬ দিন টালবাহানার পর অবশেষে গ্রেফতার হলেন সন্দেশখালির বেতাজ বাদশা। শেখ শাহজাহানের ঘনিষ্ঠ কয়েকজন নেতাকে গ্রেফতার করা হলেও গ্রেপ্তার করা যায়নি তাকে। পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরের পর থেকে শেখ শাহজাহানের টাওয়ার লোকেশন ট্র্যাক করেই শুরু হয় তল্লাশি। রাতের দিকে বিশাল পুলিশ বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় সমস্ত এলাকা। এরপর মিনাখাঁ থানা এলাকার একটি ভেরি থেকে গ্রেফতার করা হয় তাকে। তারপর তাঁকে নিরাপত্তার কারণে মিনাখাঁ থানায় নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার ভোর রাতেই বসিরহাট আদালতের কোর্ট লকআপে নিয়ে আসা হয়েছে শেখ শাহজাহানকে। বৃহস্পতিবার দুপুরে শাহজাহানকে বসিরহাট মহকুমা আদালতের মুখ্য বিচারকের এজলাসে পেশ করা হবে বলে সূত্র মারফত জানা গিয়েছে।