অবশেষে উদ্ধার করা হল শিকল বাঁধা বেজিটিকে । গ্রেফতার হল শুটিং -এ ব্যবহৃত গাড়ির চালক। জানা গেছে, ধৃত গাড়ির চালকের নাম ভরত হাতি। গাড়ির চালকের বাড়ি নেপালগঞ্জ থেকে উদ্ধার হয় বেজিটি। ওই ব্যক্তিকে গ্রেফতার করেছে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। বুধবার অনেক রাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করার পর ওই বেজির খোঁজ পাওয়া যায়।
তদন্তকারীরা নিশ্চিত এটিই সেই বেজি। জিজ্ঞাসাবাদে সে তার দোষ স্বীকার করে জানায়, যে তিনি বেজিটি পুষছিলেন এবং শুটিং স্পটে নিয়ে যান। আর সেখানেই শ্রাবন্তী সেলফি তোলে শিকল বাধা বেজির সাথে।
মূলত এই বেজিটি যেটা নিয়ে শ্রাবন্তী সেলফি পোস্ট করেছিল। যেখানে বেজির গলায় শিকল পরানো ছিল। সেই পোস্ট নিয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় শ্রাবন্তী ছাড়াও মেকআপ আর্টিস্ট, এক গাড়ির চালক সহ চারজনকে।
বন দফতর সূত্রে খবর, ব্যাপারটা যে বেআইনি সেটা বুঝতে পারেননি শ্রাবন্তী। সোশ্যাল মিডিয়ায় যে ছবিটি নিয়ে এত বিতর্ক, জানা যাচ্ছে শুটিংয়ের জন্যই সেই বেজির ছানাটি আনা হয়েছিল। ছানাটিকে দেখে ভাল লাগে শ্রাবন্তীর। তাই ছবি তুলে শেয়ার করেছিলেন নেটমাধ্যমে। কিন্তু এই বেআইনি ঘটনা ঘটল কীভাবে?
শুটিংয়ের জন্য গলায় শিকল পরানো এক বেজির ছানাকে আনা হল কোথা থেকে? এসব প্রশ্নই জিজ্ঞাসাবাদে উঠে আসছে বলে খবর। জানা যাচ্ছে, জিজ্ঞাসাবাদের সময়েই নিজের গাড়ির চালক ভরত হাতির কথা বলেছিলেন শ্রাবন্তী। এরপরেই তাঁকে ডেকে পাঠানো হয়। জানা যাচ্ছে, মঙ্গলবার ও বুধবার দফায় দফায় জিজ্ঞাসাবাদের মুখে ভরত স্বীকার করেন যে বেজিটি তাঁরই।