দেশ ব্রেকিং নিউজ

অবশেষে স্বস্তি! শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর কেজরিওয়ালের

আবগারি দুর্নীতি মামলায় কিছুটা স্বস্তিতে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। শুক্রবার সকালে দেশের শীর্ষ আদালতের বিচারপতির সূর্যকান্ত এবং বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চ দিল্লির মুখ্যমন্ত্রীর জামিন মঞ্জুর করেছে। এর আগে আবগারি দুর্নীতি মানলে CBI –র গ্রেফতারিকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন কেজরিওয়াল। পরে সুপ্রিম কোর্টে মামলা যায়। শুক্রবার সেই মামলার রায় ঘোষণা হল।

তবে জামিন পেলেও বেশ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে কেজরিওয়ালকে। এদিন সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছে, জেল থেকে বেরোনোর পর তিনি কোন ফাইলে সই করতে পারবেন না। এমনকী নিজের দফতরেও যেতে পারবেন না তিনি। এছাড়া প্রকাশ্যে এই সংক্রান্ত কোন মন্তব্য করতে পারবেন না দিল্লির মুখ্যমন্ত্রী।

এদিকে, আবগারি দুর্নীতি মামলায় গত ৯ আগস্ট শর্তসাপেক্ষে জামিন পেয়েছেন দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। দীর্ঘ ১৮ মাস জেলবন্দি থাকার পর তাঁকে জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট।