কলকাতা হাইকোর্টের কড়া নির্দেশ। সমস্ত পড়ুয়াদের ঢুকতে দিতে হবে স্কুলে, এমনটাই নির্দেশ দিল জি ডি বিড়লা গ্রুপকে। আর তারপরই বেতন দেওয়া হোক বা না হোক সমস্ত পড়ুয়াদের জন্য নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করল জি বি বিড়লা স্কুল। যেখানে বলা হয়েছে, সব পড়ুয়ারা আজ থেকে স্কুলে আসতে পারবে। ক্লাসে গিয়ে শিক্ষা গ্রহণ করার অধিকার প্রত্যেক পড়ুয়াদের।
মঙ্গলবার কলকাতা হাইকোর্টের বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি মৌসুমী ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, শিক্ষা মৌলিক অধিকার। তাই কোনও পড়ুয়াকেই শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। বেতন পুরো দেওয়া থাক বা বকেয়া থাক, সব পড়ুয়াকেই স্কুলে ঢুকতে দিতে হবে। ক্লাস করতে দিতে হবে। আইনশৃঙ্খলার অজুহাত দেখিয়ে স্কুল কর্তৃপক্ষ স্কুল বন্ধ করে দিতে পারবে না। এই নির্দেশ শুধু জি ডি বিড়লা স্কুলের জন্যই নয়, রাজ্যের সব বেসরকারি স্কুলের ক্ষেত্রেই প্রযোজ্য বলে জানিয়ে দেয় হাইকোর্ট । এরপরেই বুধবার সকালে দেখা যায় জি ডি বিড়লা স্কুলের দরজা সব পড়ুয়াদের জন্য খুলে দেওয়া হয়েছে আর তা নোটিস দিয়ে জানিয়েও দেওয়া হয়েছে।
জি ডি বিড়লা স্কুলে এদিন যে নোটিস দেওয়া হয়েছে সেখানেই বলা হয়েছে, আদালতের নির্দেশ মেনে সমস্ত পড়ুয়াই আজ থেকে স্কুলে আসতে পারবে। পড়ুয়াদের বেতন বকেয়া থাকায় স্কুলে ঢুকতে পারবে, ক্লাস করতে পারবে।