বিনোদন ব্রেকিং নিউজ

অবশেষে জামিন মিলল শাহরুখ পুত্রের

তিন সপ্তাহ জেলে বন্দী থাকার পর অবশেষে জামিন পেলেন শাহরুখ পুত্র আরিয়ান খান। প্রথমে তিনি ছিলেন এনসিবির দপ্তরে। পরে আর্থার রোড জেলে। শেষ পর্যন্ত বম্বে হাইকোর্ট থেকে জামিন মিলল আরিয়ানের। জামিন পেলেন তাঁর সঙ্গি আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচা।

২ অক্টোবর গোয়াগামী প্রমোদতরী থেকে আরিয়ান সহ ১০ জনকে আটক করে এনসিবি। উদ্ধার হয় মাদক। পরের দিন, ৩ অক্টোবর আরিয়ান সহ আট জনকে গ্রেপ্তার করা হয়। এর আগে দু’‌বার ম্যাজিস্ট্রেট কোর্ট এবং এনসিবির বিশেষ আদালতে খারিজ হয়ে যায় জামিনের আবেদন। আরিয়ানের হয়ে সওয়াল করেছেন বিশিষ্ট আইনজীবী সতীশ মানশিণ্ডে, অমিত দেশাই।

আজ হাইকোর্টে এনসিবির হয়ে অতিরিক্ত সলিসিটর জেনারেল অনিল সিং নানারকম অভিযোগ তোলেন। তবুও শেষমেশ জামিন মঞ্জুর হয় আরিয়ানের।