রাজ্যের স্নাতক ও স্নাতকোত্তরের অন্তিম বর্ষের পরীক্ষা হবে অক্টোবর মাসে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের সঙ্গে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, ১ থেকে ১৮ অক্টোবরের মধ্যেই হবে চূড়ান্ত বর্ষের পরীক্ষা। ৩১ অক্টোবরের মধ্যেই হয়ে যাবে ফলপ্রকাশ। শিক্ষামন্ত্রী জানিয়েছেন পরীক্ষার্থীদের প্রশ্ন পত্র বাড়িতে দিয়ে দেওয়া হবে। ছাত্র ছাত্রীরা বাড়িতে বসে পরীক্ষা দিয়ে জমা দিতে পারবে। তিনি আরও বলেন ইউরোপ আমেরিকাতে এমন ব্যবস্থা চালু আছে। করোনা পরিস্থিতিতে এবছর থেকে এখানেও একই রকম ব্যবস্থা চালু হচ্ছে।
এই মাসেই সুপ্রিম কোর্ট জানিয়ে দেয়, ৩০ সেপ্টেম্বরের মধ্যেই নিতে হবে কলেজের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। ইউজিসি’র সিদ্ধান্তে সায় দিলেও আদালত জানিয়ে দেয়, রাজ্যগুলি চূড়ান্ত বর্ষের পরীক্ষা ছাড়া কোনও ছাত্রছাত্রীকে উত্তীর্ণ করতে পারবে না। তবে রাজ্যগুলি চাইলে পরীক্ষা পিছিয়ে দিতে পারে। সেটাই করল রাজ্য সরকার। পরীক্ষা পিছিয়ে দেওয়া হল।
পরীক্ষা বাতিল করা যাবে না বলে বিচারপতি বলেন, ‘রাজ্যগুলি যদি মনে করে ২০ সেপ্টেম্বরের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব নয়, তবে তারা ইউজিসি’র কাছে আবেদন করতে পারে।’ তবে সেপ্টেম্বর মাসে রাজ্যে কলেজ, বিশ্ববিদ্যালয়ে কোনও পরীক্ষা হবে না বলে সে দিনই জানিয়ে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার থেকে শুরু হয়ে যাচ্ছে জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, যে পরীক্ষায় বসবেন প্রায় ১৪ লক্ষ পরীক্ষার্থী৷