চরম বিশৃঙ্খলা বিশিষ্ট সঙ্গীত শিল্পী রূপম ইসলামের অনুষ্ঠানে। ঘটনাটি ঘটে বুধবার রাতে পূর্ব বর্ধমানের কালনায় পুরাতন বাস স্ট্যান্ড সংলগ্ন হিমঘরের মাঠে। সেখানে ‘পিঠে-পুলি’ উৎসবের আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপম ইসলাম ও তাঁর ব্যান্ড ফসিলস।
সন্ধ্যে থেকেই গান শুনতে মাঠে ভিড় বাড়তে শুরু করে। ভিড় এতটাই হয় যে মাঠে যতটা না দর্শক হাজির হতে পেরেছে তার থেকেও বেশি সংখ্যক দর্শক মাঠের বাইরে অপেক্ষা করছিল। মাঠে ঢোকার জন্য হুড়োহুড়ি বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়।
এরপর পরিস্থিতি কার্যত নিয়ন্ত্রণের বাইরে চলে য়ায়। প্রাচীর ও ব্যারিকেড টপকে মঞ্চের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলে তাতে আহত হয় কয়েকজন। দু’জনকে কালনা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। প্রথমে ভিড় খালি করার নির্দেশ দেওয়া হলেও তাতে কাজ হয়নি। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়।
পুলিশ সূত্রে খবর, ওই এলাকার ভিড় থেকে ধারালো অস্ত্র-সহ চারজনকে আটক করা হয়েছে।