রাজ্য হু হু করে বেড়ে চলেছে করোনা আক্রান্তের সংখ্যা। তার ওপর ওমিক্রনের আতঙ্ক। এমত পরিস্থিতিতে রাজ্যে হতে চলেছে চলচ্চিত্র উত্সব।
২৭ তম আর্ন্তজাতিক কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধন হবে ৭ জানুয়ারি । চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। তবে বদলে গেল স্থান । এবার নজরুল মঞ্চের বদলে কলকাতা চলচ্চিত্র উত্সবের উদ্বোধন হবে নবান্ন সভাগৃহে। অনুষ্ঠানের উদ্বোধন হবে ভার্চুয়ালি।
নবান্নর সভাঘর থেকে ভার্চুয়ালি এই অনুষ্ঠানের আয়োজন করবেন মুখ্যমন্ত্রী। সাতদিন ধরে চলা এ অনুষ্ঠানের উদ্বোধনী ছবি ‘অরণ্যের দিন-রাত্রি’। সবরকম করোনাবিধি মেনেই আয়োজিত হবে উত্সব।
আজ, শিশিরমঞ্চে প্রকাশিত হল উত্সবের সিনেমার সূচি। সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন গায়ক তথা মন্ত্রী ইন্দ্রনীল সেন, পরিচালক অরিন্দম শীল, অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়, পরিচালক হরনাথ চক্রবর্তী-সহ আরও অনেকে।
রবীন্দ্র সদনে ৮ জানুয়ারি দুপুর ৩টেয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখনও পর্যন্ত ২৭জনকে ইনভিটিশন পাঠানো হয়েছে। এই অনুষ্ঠানের সঞ্চালনা করবেন বরিয়া মজুমদার।
এ বছর বিশেষ শ্রদ্ধা জানানো হবে পরিচালক সত্যজিত্ রায়, চিত্র সমালোচক ও পরিচালক চিদানন্দ দাশগুপ্ত এবং বিদেশি পরিচালক মিকলোস জ্যাসোঁকে। সত্যজিত রায়ের শতবর্ষ নিয়ে বক্তব্য রাখবেন পরিচালক সুজিত সরকার।
এবছর মোট ৬২ টি বাংলা ছবি দেখানো হবে উত্সবে। থাকবে ফিনল্যান্ডের ৬টি সিনেমা। এছাড়াও থাকছে অন্য অনেক দেশের ছবিই। সেই লিস্ট এখনও সামনে আসেনি।
কিন্তু যেভাবে প্রতিদিন বাড়ছে করোনার প্রকোপ তাতে করে এই উত্সব কতটা যুক্তি যুক্ত সে প্রশ্ন থেকেই যাচ্ছে। তবে এবার ৫০ শতাংশ দর্শক সিনেমা হলে প্রবেশ করতে পারবে।