জেলা ব্রেকিং নিউজ

গাছ কাটা নিয়ে সংঘর্ষে মৃত্যু

একটি গাছ কাটাকে কেন্দ্র করে দুই আত্মীয়র মধ্যে শুরু হয় বিবাদ। যেটি ভয়াবহ সংঘর্ষের রূপ ধারণ করে। ঘটনাটি ঘটেছে মালদা জেলার রতুয়া ১নং ব্লকের গোরক্ষা গ্রামে রতুয়া ১নং ব্লকের চাঁদমনির গোরাক্ষা গ্রামে। সানাউল্লাহ ও তার বাবা কওসার আলি জমির একটি নিম গাছ কাটছিলেন। সেই সময় তার কাকা ইসলামের সঙ্গে শুরু হয় বিবাদ।

যা চরম সংঘর্ষে রূপ ধারণ করে। সানাউল্লাহ ও কাউসার আলির উপর অবিরাম লাঠিসোটা নিয়ে আঘাত হানে কাকা ইসলাম ও তার ছেলেরা। যার কারণে গুরুতর আহত হয়ে পড়ে কাওসার আলি। রক্তাক্ত অবস্থায় তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতলে নিয়ে যান স্থানীয় বাসিন্দারা। তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

কাওসারের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয় শেখানে চিকিৎসা চলাকালীন। তাঁর মৃত্যু হয় ইসলাম হক–সহ তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে রতুয়া থানায় অভিযোগ দায়ের করা হয় রাতে ঘটনাস্থলে আসে রতুয়া থানার পুলিশ। অভিযোগের ভিত্তিতে ইসলামের পরিবারের চার জনকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযুক্ত ইসলাম পলাতক। যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে রতুয়া থানার পুলিশ।