করিনা কাপুর দ্বিতীয়বারের মতো মা হতে যাচ্ছেন। তবে পরিশ্রমী এই অভিনেত্রী অন্তঃসত্ত্বা হয়েও বিশ্রামে চলে যাননি। কখনো স্বামী-সন্তান নিয়ে বেড়াতে চলে যাচ্ছেন। কখনো আবার শুটিংয়ে। এভাবেই আমির খানের সঙ্গে ‘লাল সিং চড্ডা’ ছবির শুটিং শেষ করেছেন। তবে এবার এক বিজ্ঞাপনের শুটিংয়ে গিয়ে ভাইরাল হয়েছেন বলিউড অভিনেত্রী করিনা কাপুর। উন্মুক্ত বেবি বাম্প নিয়ে ক্যামেরার সামনে পোজ দিয়েই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন।
উন্মুক্ত বেবি বাম্পের ছবি করিনা নিজেই সোমবার ইনস্টাগ্রামে দিয়েছেন। ক্যাপশন ছিল ‘সেটে আমরা দুইজন’। বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পিউমা’র জন্য করিনা এই বিজ্ঞাপনটির শুটিং করছেন। পরনে ওয়ার্ক আউটের পোশাক। তাতেই ক্যামেরার সামনে উন্মুক্ত হয়েছে বেবি বাম্প। আর তাতেই সোশ্যাল মিডিয়া তোলপাড়। তারকাকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি ভালোবাসায় ভরিয়ে দিচ্ছেন ভক্ত-অনুরাগীরা।
২০১২ সালে পাতৌদির নবাব পরিবারের বধূ হিসেবে পা রেখেছিলেন করিনা। ২০১৬ সালের ২০ ডিসেম্বর তাদের প্রথম সন্তান তৈমুর আলি খানের জন্ম হয়। জন্মের পর থেকেই সোশ্যাল মিডিয়ায় রীতিমতো তারকা তকমা পেয়েছে তৈমুর।