সম্প্রতি কাশ্মীরে ফের জঙ্গিদের উপদ্রব বেড়েছে। এবার উপত্যকায় আতঙ্কের পরিবেশ তৈরি করতে জেহাদিরা মূলত নির্বাচিত জনপ্রতিনিধি এবং ভিনরাজ্যের শ্রমিকদের টার্গেট করছে। এদিন, নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘর্ষ জম্মু-কাশ্মীরে। এই গুলির লড়াইয়ে নিহত হয়েছে তিন সন্ত্রাসবাদী। প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে খবর।
আগে থেকেই খবর ছিল, ওই এলাকায় জঙ্গিরা লুকিয়ে থাকতে পারে। তাই পুলিশ ও সেনার যৌথ তরফে সেখানে তল্লাশি চালানো হচ্ছিল। এই সময়ই হঠাত্ জঙ্গিরা গুলি চালাতে শুরু করে বাহিনীর উপরে। বাহিনীও তখন পালটা জবাব দেয়। এতেই খতম হয় চার জঙ্গি। জানা গিয়েছে, সকলেই স্থানীয় বাসিন্দা। তারা লস্করের সদস্য ছিল।
সূত্রের খবর, শুক্রবার অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ে সংঘর্ষে খতম হয়েছে পাক মদতপুষ্ট জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের কমান্ডার আশরফ মৌলবী-সহ তিন জঙ্গি। উপত্যকায় হিজবুলের হয়ে সবচেয়ে বেশিদিন ধরে নাশকতা চালাচ্ছিল আশরফ। মোস্ট ওয়ান্টেড জঙ্গিদের তালিকায় নাম ছিল তার। ২০১৩ সালে হিজবুলে যোগ দেয় কোকেরনাগের বাসিন্দা আশরফ।
প্রসঙ্গত, কাশ্মীর উপত্যকা সন্ত্রাসমুক্ত করতে একের পর এক অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও পুলিশ। জিহাদিদের খতম করতে তৎপর পুলিশ ও সেনাবাহিনী। একের পর এক খতম করা হচ্ছে জেহাদি কমান্ডারদের। এর আগে এনকাউন্টারে কাশ্মীরে খতম হয়েছে লস্কর-ই-তইবার কমান্ডার ইউসুফ কান্তরো-সহ দুই জঙ্গি। তারও আগে কেন্দ্রশাসিত অঞ্চলের শোপিয়ান জেলার বদগামে খতম হয় অন্তত ৪ জঙ্গি। গত জুন মাসে শ্রীনগরে নিকেশ করা হয় লস্কর-ই-তইবার কুখ্যাত জঙ্গি নাদিম আবরারকে।