দেশ লিড নিউজ

অশান্তির বাতাবরণে ভোট–পঞ্চমী

উত্তর শহরতলীর দমদমের একটি বুথে ভোটারদের বিশেষ লাইন চোখে পড়ল না। ভোট–পঞ্চমীতে এটাই ছিল শুরুর চিত্র। তারপর থেকে তেতে উঠতে শুরু করল রাজ্য–রাজনীতি। কামারহাটিতে ১০৭ নম্বর বুথের মধ্যে মৃত্যু হয়েছে নির্দল প্রার্থী অভিজিৎ সামন্তের এজেন্টের। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে খবর। ভোটপ্রক্রিয়া চলাকালীন অসুস্থ হন। বুকে দিয়ে শুয়ে পড়েন। মেজর হার্ট অ্যাটাকে মৃত্যু বলে জানিয়েছেন চিকিৎসকরা। সল্টলেকে দেখা দিল উত্তেজনা। শান্তিনগরে তৃণমূলের বিরুদ্ধে ভোট না দিতে দেওয়ার অভিযোগ বিজেপির। ঘটনাস্থলে পৌঁছন গেরুয়া শিবিরের প্রার্থী সব্যসাচী দত্ত। দু’‌পক্ষের মধ্যে শুরু হয় ইটবৃষ্টি।
সব্যসাচী দত্ত জানান, এটাই বাংলার অবস্থা। পুলিশ দলদাসে পরিণত হয়েছে। ভোটের দিন কামারহাটিতে প্রচুর বহিরাগত ঢুকিয়েছে বিজেপি। বিস্ফোরক অভিযোগ তৃণমূল প্রার্থী মদন মিত্রর। অভিযোগ, একটি বুথে গেলে তাঁর দেহ তল্লাশি করে কেন্দ্রীয় বাহিনী। জওয়ানদের সঙ্গে তাঁর কথা কাটাকাটিতে ছড়াল উত্তেজনা। আবার কল্যাণীর গয়েশপুরে বিজেপি নেতার বাড়িতে বোমা। তৃণমূলের দিকে অভিযোগ। অস্বীকার শাসক দলের। শিলিগুড়ির নেতাজি বয়েজ স্কুলে সস্ত্রীক ভোট দিলেন বাম প্রার্থী অশোক ভট্টাচার্য।
দক্ষিণেশ্বর মন্দিরে ভোট দিলেন কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র। দার্জিলিংয়ে সকাল সকাল ভোট দিলেন বিমল গুরুং। বিজেপি-সঙ্গ ত্যাগ করে তৃণমূলের হাত ধরেছেন তিনি,। অন্যদিকে, জিএনএলএফ নেতা মন ঘিসিং ভোট দিয়ে বললেন পাহাড়ের স্বার্থে বিজেপিকে ক্ষমতায় আনা জরুরি। বর্ধমান উত্তর কেন্দ্রে বিজেপির এজেন্টদের উপরে হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি এজেন্টদের অভিযোগ, সকালে ভোটকেন্দ্রে যাওয়ার সময় বাঁশ-লাঠি নিয়ে তাঁদের উপরে চড়াও হয় তৃণমূলের দুষ্কৃতীরা। অভিযোগ অস্বীকার তৃণমূলের। শান্তিপুর ৭১ নম্বর বুথে বিজেপি পোলিং এজেন্টকে ঢুকতে বাধা। এলাকায় উত্তেজনা ঘটনাস্থলে সিআরপিএফের বাহিনী ও সেক্টর অফিসাররা রয়েছে।
কামারহাটি এবং রাজারহাট-নিউটাউন কেন্দ্রে ভোট শুরুর আগেই বিপত্তি। বেশ কয়েকটি ইভিএম খারাপ। বর্ধমান উত্তর কেন্দ্রে বিজেপি এজেন্ট, কর্মীকে মারধরের অভিযোগ। অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ভোট ‘উৎসব’। শিলিগুড়ির একটি বুথকে মডেল বুথ হিসেবে সাজানো হয়েছে। জনতাকে ভোটদানে উৎসাহী করতেই এই ব্যবস্থা। বেড়াচাঁপা পলিটেকনিক কলেজ বুথ নং ১৬৪এ-তে ভোট দিয়ে বেড়োলেন দেগঙ্গা বিধানসভার বিজেপি প্রার্থী দীপিকা চট্টোপাধ্যায়।
মিনাখাঁ বিধানসভার মালঞ্চে ২০২ নম্বর বুথে বিজেপির পোলিং এজেন্টকে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। আজ সকালে ২০২ নম্বর ভোট গ্রহণ কেন্দ্র বিজেপি বেশকিছু কর্মীরা পোলিং এজেন্ট নিয়ে প্রবেশ করতে যায় তখনই এলাকারই তৃণমূলের এক কর্মী তাঁদেরকে বাধা দেয় বলে অভিযোগ। জামার কলার ধরে তাকে ধাক্কা দেয় মারধর করে সেখান থেকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়।
জামালপুর বিধানসভার ৮০ এ বুথে ইভিএম খারাপ। ভোট দান শুরু করা যায়নি। রায়না বিধানসভার ৯৪ নম্বর বুথ ইভিএম মেশিন খারাপ থাকায় ভোট শুরু হয়নি। কমিশনের নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়েই মিনাখাঁয় ভোট গ্রহণ। সামাজিক দূরত্বের বালাই নেই। ভোটারদের বেশিরভাগেরই মুখে মাস্ক নেই। এমনই চিত্র ধরা পরল, মিনাখা বিধানসভা মালঞ্চ মোল্লাখালি এফপি স্কুলে ২০১ বুথে। পূর্ব বর্ধমান, মেমারি, নুদিপুরের ২৬৫ পোলিং বুথে একজন ভোট কর্মীর কাপুনি দেওয়া জ্বর আসে। সঙ্গে সঙ্গেই বুথ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে।