অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মাটিতে চলছে ফিফা মহিলা বিশ্বকাপের আসর। ফিফা মহিলা বিশ্বকাপে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হতে চলেছে একটি দল কারণ যে চারটি দল সেমিফাইনালে উঠেছে তারা এর আগে ফিফা মহিলা বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়নি।
নিউজিল্যান্ড অস্ট্রেলিয়ায় চলতে থাকা ২০২৩ ফিফা মহিলা বিশ্বকাপ সম্পূর্ণ পুরুষ বিশ্বকাপের মডেলে শুরু হয়েছিল। সেমিফাইনালে কোন চারটি দল খেলবে তা ইতিমধ্যেই স্থির হয়ে গিয়েছে। ৩২ টির মধ্যে এখন মাত্র চারটি দল টিকে রয়েছে এবং আগামী রবিবার ট্রফিতে একটি নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে মহিলা বিশ্বকাপ । এই চারটি দলের মধ্যে যেই জিতুক তারা প্রথমবার মহিলা ফুটবল বিশ্বকাপে নিজেদের নাম খোদাই করবে ।বিগত দুবারের জয়ী দল মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে। কারা চ্যাম্পিয়ন হবে জানতে আপাতত ফুটবলপ্রেমীদের চোখ সেমিফাইনালের দিকে।
১৫ আগস্ট: স্পেন বনাম সুইডেন, সময় -রাত ৮টা ( রাত আটটা,গ্রীনউইচ মিন টাইম ) – স্থান ইডেন পার্ক, অকল্যান্ড, নিউজিল্যান্ড।
১৬ আগস্ট: অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড, রাত আটটা ( গ্রিনউইচ মিন টাইম ) – স্থান স্টেডিয়াম অস্ট্রেলিয়া, সিডনি, অস্ট্রেলিয়া
মঙ্গল ও বুধবারের দুটি সেমিফাইনালই ঠিক করে দেবে ২০ তারিখের ফিফা মহিলা বিশ্বকাপ ফাইনালের ছাড়পত্র কারা পাবে।