A Delhi businessman is now missing with a huge loan from 6 banks in the country. It is suspected that the traders may have fled abroad. After waiting for 4 years, the State Bank of India lodged a complaint on February 25. Then the CBI started investigating this.
অর্থনীতি দেশ ব্রেকিং নিউজ

দেশ থেকে চম্পট ঋণখেলাপিরা

বিজয় মালিয়া, নীরব মোদী, মেহুল চোকসিদের পর দেশ ছেড়ে পালিয়েছেন আরও কয়েকজন ঋণখেলাপি। দিল্লির এক ব্যবসায়ী দেশের ৬ ব্যাঙ্ক থেকে বিপুল টাকা ঋণ নিয়ে এখন বেপাত্তা। সন্দেহ করা হচ্ছে ওই ব্যবসায়ীরা সম্ভবত বিদেশেই পালিয়েছেন। টানা ৪ বছর অপেক্ষার পর স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এই নিয়ে অভিযোগ জানিয়েছে গত ২৫ ফেব্রুয়ারি। তারপর এই নিয়ে তদন্তে নামল সিবিআই।
৪০০ কোটি টাকা শোধ না করা ঋণের বোঝা নিয়ে দেশ ছেড়ে পালিয়েছে এই ব্যবসায়ীরা। গত ২৮ এপ্রিল ওই কোম্পানির বিরুদ্ধে একটি মামলা করেছে সিবিআই। রামদেব ইন্টারন্যাশনাল ৬টি ব্যাঙ্কে থেকে ধার নিয়েছে মোট ৪১৪ কোটি টাকা। স্টেট ব্যাঙ্ক ছাড়াও আরও পাঁচটি ব্যাঙ্কের থেকে মোট ৪০০ কোটি টাকার ঋণ নেয় বাসমতী চালের বিনিয়োগকারী সংস্থা রামদেব ইন্টারন্যাশনাল লিমিটেডের মালিক।
জানা গিয়েছে, ২০১৬ সালেই রামদেব ইন্টারন্যাশনাল লিমিটেডকে নন–পারফর্মিং অ্যাসেট হিসেবে ঘোষণা করা হয়। স্টেট ব্যাঙ্ক থেকে ১৭৩.১১ কোটি, কানাড়া ব্যাঙ্কের থেকে ৭৬.০৯ কোটি, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে ৬৪.৩১ কোটি, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার থেকে ৫১.৩১ কোটি, কর্পোরেশন ব্যাঙ্কের থেকে ৩৬.৯১ কোটি এবং আইডিবিআই ব্যাঙ্কের থেকে ১২.২৭ কোটি টাকা ঋণ নেয় এই কোম্পানি।
এসবিআইয়ের অভিযোগের ভিত্তিতে সিবিআই ওই কোম্পানির ডিরেক্টর নরেশ কুমার, সুরেশ কুমার, সঙ্গীতা এবং কোম্পানির কয়েকজনের নামে মামলা দায়ের করেছে। অভিযোগে লেখা হয়েছে, অভিযুক্তরা বিদেশে পালিয়ে গিয়েছে। কারণ অনেক খোঁজাখুঁজির পরও তাঁদের কোনও সন্ধান মেলেনি।