দেশ ব্রেকিং নিউজ

‘ভ্রূণের বেঁচে থাকার অধিকার রয়েছে’, ২৭ সপ্তাহের অন্তঃসত্ত্বার গর্ভপাতের আর্জি খারিজ সুপ্রিমকোর্টে

‘ভ্রূণের বেঁচে থাকার অধিকার রয়েছে।’ এই যুক্তিতেই ২০ বছরের এক অবিবাহিতা তরুণীর আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। গত ৩ মে দিল্লি হাইকোর্ট তাঁর গর্ভপাতের আর্জি ফিরিয়ে দেয়। এরপরই তিনি দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হন।

এদিন সুপ্রিম কোর্ট বলেছে, ‘আমরা আইনের বিরুদ্ধে গিয়ে কোনভাবেই গর্ভপাতের অনুমতি দিতে পারি না। কেননা গর্ভের ভ্রূণের বয়স প্রায় সাত মাস।’ কিশোরী যাতে সুস্থ সন্তানের জন্ম দিতে পারে সেজন্য চিকিৎসকদের ও অন্তঃসত্ত্বার মাকে তার প্রতি বিশেষ যত্ন নেওয়ার কথা বলেছেন শীর্ষ আদালত।

ইতিমধ্যেই হাসপাতালের মেডিকেল বোর্ডের তরফে জানানো হয়েছে, ২০ বছরের ওই কিশোরীর যদি এখন গর্ভপাত করানো হয়, তাহলে প্রিম্যাচিওর শিশুর জন্ম হবে। এমনকী গর্ভপাত করানো হলে কিশোরী মা ও তার সদ্যোজাতের ক্ষেত্রে খুবই আশঙ্কাজনক।

উল্লেখ্য, এর আগে ওই কিশোরীর ২৮ সপ্তাহের গর্ভধারণ বন্ধের অনুমতির আবেদন প্রত্যাখ্যান করে দেয় দিল্লি হাইকোর্ট। এরপরই দিল্লি হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন ২০ বছরের ওই নাবালিকার মা।