দেশ লিড নিউজ

মহিলা ডাক্তারের শ্লীলতাহানি! গ্রেফতার অভিযুক্ত

RG Kar হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় রাজ্য সহ গোটা দেশ। সেই আবহেই এবার হাসপাতালের লিফটের মধ্যে এক মহিলা জুনিয়র ডাক্তারের শ্লীলতাহানির অভিযোগ। ঘটনাটি ঘটেছে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অন্যদিকে, এই ঘটনার প্রতিবাদে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতির ডাক দিয়েছেন।

জানা গিয়েছে, গত রবিবার রাতে রাঁচির ‘রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস’ হাসপাতালের অঙ্কোলজি বিভাগে কর্মরত ওই মহিলা জুনিয়র রেসিডেন্ট ডাক্তার যখন ডিউটিতে যাচ্ছিলেন। সেইসময় লিফটের মধ্যে তাঁর শ্লীলতাহানি করেন এক ব্যক্তি। RG Kar কাণ্ডের আবহে এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। গোটা পরিস্থিতি সামাল দিতে জুনিয়র ডাক্তারদের সঙ্গে বৈঠক করে হাসপাতাল কর্তৃপক্ষ। এরপরই অভিযুক্তের বিরুদ্ধে নির্যাতিতা FIR দায়ের করেন। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

এদিকে, হাসপাতালে মহিলা চিকিৎসকদের নিরাপত্তার দাবিতে কর্মবিরতির ডাক দেন চিকিৎসকরা। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে আশ্বস্ত করে জানানো হয়, যত শীঘ্র সম্ভব হাসপাতাল চত্বরে ১০০ পুলিশকর্মী মোতায়েন করা হবে। প্রতিটি লিফটে অপারেটর নিয়োগ করা হবে। প্রত্যেক ওয়ার্ডে সশস্ত্র পুলিশকর্মী মোতায়েন থাকবে।