রেড রোড দুর্গা পুজোর গ্র্যান্ড কার্নিভাল মঙ্গলবার। সকাল থেকেই রাজসজ্জায় সেজে উঠেছে রেড রোড। উঁচু মঞ্চ। বিশিষ্ট জনেদের জন্য আসন, রঙিন কাপড়, ফুল দিয়ে সাজানো হয়েছে কার্নিভালের জায়গা। কার্নিভালের বিকালেই রানি রাসমণি রোডে বেরোবে অপর একটি কার্নিভাল, জুনিয়র চিকিৎসকদের ‘দ্রোহের কার্নিভাল’।
আরজি করে নির্যাতিতার বিচার চেয়ে প্রতিকী ‘দ্রোহের কার্নিভালে’ বিকেল চারটে থেকেই শুরু হবে জমায়েত। ‘জয়েন্ট প্লাটফর্ম অফ ডক্টর্স’-এর উদ্যোগে, এখানে নেই পুলিশের অনুমতি। সোমবার মুখ্য সচিবও এই কার্নিভাল করতে নিষেধ করে দিয়েছেন। এখন আশঙ্কা করা হচ্ছে রেড রোড, ও রানী রাসমণি রোড যে বিন্দুতে মিলিত হয় সেখানে দুই কার্নিভাল মুখোমুখী হলে তৈরি হতে পারে বচসা। এমতবস্থায় কোনও প্রকার উৎশৃঙ্খলা পরিস্থিতি যাতে তৈরি না হয়, তার জন্য সংশ্লিষ্ট অঞ্চলে ১৬৩ (আগের ১৪৪ সমতুল্য) ধারা জারি করেছে কলকাতা পুলিশ।
কলকাতার সিপি মনোজ বর্মা সোমবার রাতেই একটি নির্দেশিকা জারি করেছে। যে নির্দেশিকায় রানি রাসমণি ছাড়াও ওয়াই চ্যানেল, নিউ রোড, মেয়ো রোড, আউট্রাম রোড, অ্যাকাডেমী অব ফাইন আর্টসের সামনে, জহরলাল নেহেরু রোড, কুইন্স ওয়ে ও স্ট্রান্ড রোড চত্বরে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারা জারি করা হয়েছে। যে ধারা অনুযায়ী ওই সমস্ত এলাকায় একসঙ্গে চার জনের বেশি কেউ জড়ো হতে পারবেন না। লাঠি বা কোনও অস্ত্র নিয়েও ঘোরা যাবে না।
পাশাপাশি কোনও ধরনের মিছিল, সভা, ধর্না, জমায়েত বা বিক্ষোভও প্রদর্শন করাও যাবে না। ইতিমধ্যে সকাল গড়াতেই ক্রমে কড়া হচ্ছে রেড রোডে নিরাপত্তা। মনে করা হচ্ছে বিকেলের আগেই পুলিশি ঘেরাটোপে মুড়ে ফেলা হবে সংশ্লিষ্ট অঞ্চল।
You must be logged in to post a comment.