দেশ ব্রেকিং নিউজ

ফের আতঙ্ক! ৩ ভারতীয়ের শরীরে চিনা কোভিড স্ট্রেন

ফের আতঙ্ক বাড়াচ্ছে করোনা ভাইরাস। চিন, জাপান, দক্ষিণ করিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। সেই কারণেই সতর্কতা জারি করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।

এর মধ্যেই ভারতে মিলেছে কোভিডের অতিসংক্রামক ভ্যারিয়্যান্ট BF.7-র হদিশ। এখনও পর্যন্ত তিন জনের শরীরে এই প্রজাতির করোনা পাওয়া গিয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, গত বছরের অক্টোবরে ওডিশায় এক ব্যক্তির দেহে করোনার BF.7 ভ্যারিয়্যান্টের হদিশ মিলেছিল। সেটাই ছিল এই ভ্যারিয়্যান্টের প্রথম আক্রান্তের হদিশ। পরে গুজরাটের ভদোদরায় আরও এক বৃদ্ধাও ভাইরাসের এই প্রজাতিতে আক্রান্ত হন। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে গুজরাটে ফিরেছিলেন তিনি। তবে এই ভ্যারিয়্যান্টে আক্রান্ত দু’জনেই বর্তমানে করোনা মুক্ত বলে জানিয়েছে কেন্দ্র।

অন্যদিকে তিন মাসের মধ্যেই চিনের ৬০ শতাংশ মানুষ করোনা আক্রান্ত হবেন! এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন বিখ্যাত মহামারী বিশেষজ্ঞ এরিক ফেইল-ডিং। তাঁর মতে, এই তিন মাসে চিনের লক্ষাধিক মানুষের মৃত্যু হবে। ইতিমধ্যেই কোভিড হাসপাতালগুলিতে ভিড় উপচে পড়ছে। এই অবস্থা আরও খারাপ হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। কারণ, করোনাবিধি কিছুটা শিথিল হওয়ার পরই চিনে আবার ফিরছে করোনা আতঙ্ক। আর লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। চিনের বিশেষজ্ঞরা মনে করছেন, শীতেই করোনার নতুন স্ফীতি আছড়ে পড়তে পারে।