অন্ধ্রপ্রদেশের তেলেঙ্গানায় ভয়াবহ বাস দুর্ঘটনাটি ঘটে। বাসে ছিল ‘পুষ্পা ২’ এর কাস্টরা। হায়দ্রাবাদের বিজয়াবড়া হাইওয়েতে চলতি পথে মাঝ রাস্তায় হঠাৎই বাসটি ধাক্কা মারে এক বাসকে । জানা গিয়েছে, সিনেমার প্রথম সিডিউলের কাজ সেরেই ফিরছিল বাসটি। আসার পথেই ঘটে দুর্ঘটনাটি। দুর্ঘটনায় আহত হয়েছেন দুই ষ্টার। তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
ছবি তৈরি করতে খরচ হচ্ছে মোট ৪০০ কোটি টাকা। প্রথম পার্টের পর থেকেই পুষ্পার দ্বিতীয় অধ্যায়ের জন্য উৎসুক ছিলেন সবাই। নেট দুনিয়াতেও চরম উত্তেজনা এই ছবি নিয়ে। এই ছবির টিজার মুক্তি পেলেও ছবিটি কবে মুক্তি পাচ্ছে তা এখনও স্পষ্ট নয়। টিজার মুক্তি পাওয়ার পর আরও উত্তেজনা বেড়ে যায় পুষ্পা অনুরাগীদের। রাতারাতি ভাইরাল হয় টিজারটি।
ইতিমধ্যে অনেকটাই কাজ সেরে ফেলা হয়েছে ‘পুষ্পা ২’এর শুটিংয়ের। টিজারের সঙ্গে ছবির পোস্টারও মুক্তি পেয়েছে। ‘পুষ্পা ২’-তে আল্লু আর্জুনকে একদম নতুন একটি রূপে দেখা যাবে। যা ট্রেলার এবং পোস্টার দেখেই বুঝতে পেরেছে নেটিজেনরা। টিজারের প্রথমেই পুষ্পাকে খুঁজতে দেখা যায় সকল কে। শোনা যায় ৮ টি গুলি লেগেছে তার। সে কি আদেও বেঁচে আছে? ঠিক সেই সময় স্ক্রীনে ভেসে ওঠে পুষ্পার একটি ঝলক।
প্রসঙ্গত, এই ছবিটি এবার শুধু ভারতে নয়,মুক্তি পেতে চলেছে বিদেশের মাটিতেও। সদ্য হায়দ্রাবাদের শুটিং শেষ হয়েছে। এবার বিদেশের মাটিতেও শুটিং হবে বলে জানা গিয়েছে। তবে কোথায় হবে সেই শুটিং এখনও তা স্পষ্ট নয়।