দেশ ব্রেকিং নিউজ

ভয়াবহ দুর্ঘটনা মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে

ট্রাক্টরকে ধাক্কা মেরে খাদে পড়ে গেল তীর্থযাত্রীদের বাস। মর্মান্তিক এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ পুণ্যার্থী। গুরুতর আহত অন্তত ৩০।

জানা গিয়েছে, বাসটিতে মোট ৪২ জন তীর্থযাত্রী ছিলেন। সোমবার মধ্যরাতে বাসটি মুম্বইয়ের কাছে অবস্থিত ডোম্বিভলি থেকে পন্ধরপুরে যাচ্ছিল। ঠিক সেসময়ই ঘটে দুর্ঘটনা। মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় তীর্থযাত্রীদের বাসটির। এরপরই রাস্তার পাশে একটি খাদে পড়ে যায় বাসটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৫ পুণ্যার্থীর।

খবর পেয়েই সেখানে পৌঁছয় পুলিশ ও উদ্ধারকারী দল। যুদ্ধকালীন তৎপরতায় আহতদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসা চলছে ৩০ জনের। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়েই তীর্থযাত্রীদের বাসটি ধাক্কা মারে ট্রাক্টরটিকে। তারপর খাদে পড়ে যায়। এরপর ক্রেনের সাহায্যে সেটিকে টেনে তোলা হয়। আহতের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।