দেশ ব্রেকিং নিউজ

গাড়ি ও ট্রাক্টরের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৪

উত্তর প্রদেশের নয়ডায় গাড়ি ও ট্রাক্টরের সঙ্গে ভয়াবহ এক দুর্ঘটনায় মৃত্যু হল ৪ জনের। পাশাপাশি এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। রবিবার রাতে দুর্ঘটনাটি ঘটে নয়ডার সেক্টর ১০-১১ এলাকায়। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরে ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

ডিসিপি নয়ডা রাম বদন সিং বলেন, “রবিবার রাতে সেক্টর ১০-১১ এলাকায় একটি দ্রুতগামী গাড়ি একটি ট্রাক্টরকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই দু’জন মারা যায়, তিনজনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনজনের মধ্যে দু’জন মারা যায়।” সংঘর্ষের জেরে গাড়িটি ভেঙে তুবড়ে যায়। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।